ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করে সাদ্দাম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ০১:১৫ পিএম
প্রতিদিন একটি করে মোবাইল ছিনতাই করে সাদ্দাম
গ্রেপ্তার ছিনতাইকারী মো. সাদ্দাম

রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী মো. সাদ্দামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গভীর রাতে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। 

পুলিশ বলছে, মূলত সাদ্দামের টার্গেট ছিল গাড়ির জানালার পাশে বসা যাত্রীরা। সে প্রতিদিন একটি করে মোবাইল ফোন ছিনতাই করত। 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গ্রেপ্তার সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তার সাজা হয়েছে। সে মূলত ভ্যানচালক। ভ্যান চালানোর ফাঁকে সেই ছিনতাই করত। রাজধানীর বিভিন্ন ব্যস্ত সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশেপাশে সে ওত পেতে থাকত। এরপর জানালার পাশে বসা কোনো যাত্রীকে মোবাইলে কথা বলতে দেখলে, সে তা ছোঁ মেরে নিয়ে যেত। প্রতিদিন একটি করে মোবাইল ফোন ছিনতাই করত সাদ্দাম।

‘চেকে দিবা, না ক্যাশে দিবা?’

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
‘চেকে দিবা, না ক্যাশে দিবা?’
হায়াতুজ্জামান মুকুল। ছবি: খবরের কাগজ

চেকে দিবা, না ক্যাশে দিবা?’ ‘ক্যাশে দিবো স্যার’ ‘তাহলে কি পজিটিভ করে দেব এমপি সাহেবের এদিকে?’ ‘জ্বি স্যার, পজিটিভ তো অবশ্যই করে দিবেন, তবে দেখেন না একটু কম হয় কি না?’ ‘তোমার জন্য আমি এক (১ লাখ) কমায়ে দিবোএভাবেই সুমির নামে এক চাকরিপ্রার্থীর সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সাবেক উপ-পরিচালক (বর্তমান উপ-রেজিস্ট্রার, ডিন অফিস) হায়াতুজ্জামান মুকুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে

সোমবার (৪ নভেম্বর) ফেসবুকে ডেভিল নামের একটি আইডি থেকে এটি পোস্ট করা হয়

পোস্টের ক্যাপশনে লেখা হয়-নিয়োগ বাণিজ্যে সরাসরি জড়িত থাকা সত্ত্বেও তৎকালীন এই অডিওটি উধাও করে দিয়ে নামেমাত্র মুচলেকা দিয়ে দালাল মুকুলকে উদ্ধার করেছিল বর্তমানে এই মুকুলই ক্যাম্পাসের পরিবেশ অশান্ত করবার চেষ্টা করে প্রশাসনিক ভবনে ফেরত আসবার চেষ্টা করছে সাধু সাবধান পুনরায় তদন্ত করে এই নিয়োগ বাণিজ্যের দালালকে শাস্তি প্রদান করতে হবে শেখ হাসিনার ছবি ব্যবহার করে তিনি এসব অপকর্মে লিপ্ত ছিলেন এখন আবার বিএনপি এবং জামায়াত বেশ ধরে সাধু সাজবার চেষ্টা করে যাচ্ছে

কল রেকর্ডে বলতে শোনা যায়,

সুমি: ‘কোন দিক দিয়ে চেষ্টা করবেন স্যার?’

মুকুল: ‘দুই দিক দিয়েই আমি চেষ্টা করবো ভিসি স্যার তো টাকা খায় না, পলিটিক্যাল দিক দিয়ে নাবিল সাহেব (সাবেক এমপি) আর বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত কিছু বিষয় থাকে জানো তো? যারা চাকরি দিবে তারা তো অর্থনৈতিকভাবে উপকৃত হবে, এটা তো তুমি বোঝ

শেষ পর্যন্ত চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে ১১ লাখ টাকায় একটি সমঝোতা হয়

খোঁজ নিয়ে জানা গেছে, এই চুক্তির পর সুমির সেই চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হন মৌখিক পরীক্ষার আগে মুকুলের সঙ্গে কথা বলার সময় তৎকালীন রিজেন্ট বোর্ড মেম্বার ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান সুমিরকে হাতেনাতে ধরেন পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মুকুলকে পাঁচ বছরের পদোন্নতি ও তিনটি ইনক্রিমেন্ট না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় তবে অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ ধরনের অপরাধে গুরুদণ্ড দেওয়ার বিধান থাকলেও অদৃশ্য কারণে তাকে লঘুদণ্ড দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে হায়াতুজ্জামান মুকুল কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় যারা ফেসবুকে ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে

 

তাওফিক/অমিয়/

দুই সতীনের গাঁজার ব্যবসা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ এএম
দুই সতীনের গাঁজার ব্যবসা
মাদারীপুরের গাঁজা ব্যবসায়ী ২ সতীন ছবি: খবরের কাগজ

মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে সতীন হয়।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূইয়ার দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)। 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন কাজল ও তার দুই স্ত্রী। গোপন সংবাদে ঘোষালকান্দি গ্রামের কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, গাঁজাগুলো বরিশালে পাচার করার জন্য কুমিল্লা থেকে আনা হয়েছিলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও ছোট ছোট অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। 

রফিকুল ইসলাম/মেহেদী/অমিয়/

অস্ত্রসহ সেলফি তুলে ফেঁসে গেল যুবক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
অস্ত্রসহ সেলফি তুলে ফেঁসে গেল যুবক
চট্টগ্রামে অস্ত্রসহ সেলফি দেখে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে মোবাইল চেক করার সময় অস্ত্রসহ সেলফি দেখে রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘নতুনব্রিজ এলাকায় রায়হান ফেরদৌস মোরশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে তার ব্যাগের পকেট থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় মোবাইল লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। পরে মোবাইল চেক করে অস্ত্র হাতে সেলফি দেখা যায়। ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বন্দুকটি তার নিজ বাড়িতে আছে বলে জানান।’

তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাত্তার/মেহেদী/সালমান/

সিলেটে ফুলকলির টাকা ছিনতাই

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
সিলেটে ফুলকলির টাকা ছিনতাই

সিলেটের উপশহর এলাকা থেকে ফুলকলি ফুড প্রোডাক্টসের এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে।

শনিবার (২ নভেম্বর) এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

এ ঘটনায় শাহপরান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের সিলেট বিভাগের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

এ ব্যাপারে ফুলকলির উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, দিন-দুপুরে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটলে মানুষ কিভাবে রাতে চলবে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শাহপরান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে রবিবার বিকেল পর্যন্ত কোনো ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। লুণ্ঠিত টাকাও উদ্ধার হয়নি।

শাকিলা ববি/তাওফিক/অমিয়/

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নিহত ব্যবসায়ী স্বপন আহমেদ। ছবি: খবরের কাগজ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই পক্ষের বাকবিতণ্ডার বিষয়ে জানতে চাওয়ায় স্বপন আহমেদ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সোহেলের অবস্থাও আশঙ্কাজনক। 

নিহত স্বপন আহমেদ ভাল্লব গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করতেন।

শনিবার (২ নভেম্বর) উপজেলার ভাল্লব এলাকায় এ ঘটনা ঘটে।  

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। স্বপনের মৃত্যু হয়েছে এবং আহত মোফাজ্জল হোসেন সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গঙ্গানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবুল হোসেনের (৫০) সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এ সময় সোহেলের চাচাতো ভাই স্বপন বিষয়টি জানতে চাইলে আবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়াসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকেই গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্বপন মারা যান। 

নিহতের ভাই আক্তার হোসেন জানান, প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে স্বপন ও সোহেলের ওপর হামলা করেছে।

জহির শান্ত/মেহেদী/অমিয়/