
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা সিকদার মোস্তফা কামালকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মুত্যু হয়।
শুক্রবার (১০ মে) শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
নড়াইল জেলার পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তফা কামাল মঙ্গলহাটা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব হতে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে বাড়ির পাশে বৈঠকের সময় সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আহত গুলিবিদ্ধ সাবেক চেয়ারম্যানে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকায় যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যায় বলে জানা গেছে।
সাবেক চেয়ারম্যনকে গুলির খবর ছড়িয়ে পড়লে সাবেক মেম্বরের লোকদের উপর হামলা করে সাবেক চেয়ারম্যানের লোকজন। এতে মেম্বরের সমর্থক লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৪) ও পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা (৪০) গুলিবিদ্ধ হয়। আতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আরও বিস্তারিত পরে বলা যাবে।
শরিফুল ইসলাম/এমএ/