নাটোরের লালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় সাব্বির নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ১৪ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০২০ সালের ১৯ নভেম্বর দুই মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা রাজশাহীতে যান। রাতে সাব্বির দূরদূরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করে।
ওই ঘটনায় ভিকটিমের বাবা সাদেকুল আলম বাদী হয়ে পরের দিন লালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ২০২১ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এই রায় দেন।
কামাল মৃধা/ইসরাত চৈতী/অমিয়/