ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

এনএসআইএ চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট: ১৪ মে ২০২৪, ০২:৩১ পিএম
এনএসআইএ চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৩ মে) গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর ডিবির উপ-কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান।

গ্রেপ্তাররা হলেন- মো. লিয়ন ইসলাম (২৫), মো. হুমায়ুন কবির প্রিন্স (৩৬), মো. মোজাহিদুল ইসলাম (২৩), রাজিয়া সুলতানা (২২), মোছা. রিপা আক্তার (২১) ও মোছা. রিখা মনি (১৭)।

উপ-কমিশনার জানান, দুই নারী ভুক্তভোগীর অভিযোগে এনএসআই ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রতারকচক্রটি ফেসবুকে এনএসআই-এ চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে, নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তাদের এনএসআই হিসেবে প্রশিক্ষণ দিয়ে ভুয়া আইডি কার্ড ও নিয়োগপত্র দিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পোস্টিং ও বদলির অর্ডার দিত। তারপর চক্রটি নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে নিত।

তিনি আরও জানান, অভিযানে প্রশিক্ষণ মডিউল বই, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রিক শকিং ডিভাইস উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পলাশ/ইসরাত চৈতী/অমিয়/

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও মেশিনসহ কারিগর গ্রেপ্তার

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও মেশিনসহ কারিগর গ্রেপ্তার
ইনসেটে- জাল টাকা তৈরির কারিগর রিয়াজ হোসেন। ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ জুন) রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
র‌্যাব-৪ এর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বেলতলা এলাকার নিজ বাড়িতে মেশিন দিয়ে জাল টাকা তৈরির পাশাপাশি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছিলেন।


এ বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র‌্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পলাশ/মেহেদী/

মাদকের বকেয়া টাকার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা!

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১১:২০ এএম
আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
মাদকের বকেয়া টাকার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা!
নিহত কলিমুদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকের বকেয়া ১৫০ টাকা বিল নিয়ে, বাকি টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে কলিমুদ্দিন নামে (৩৩) স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যার পর ককটেল ফাটিয়ে উল্লাস করার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে হত্যা মামলাটি করেন নিহতের মা জাহানারা বেগম বেবি।

এর আগে বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার বারৈয়ারঢালা এলাকার ছোট দারোগার হাট বাজারের মাঝামাঝি পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা
কলিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত কলিমুদ্দিন সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফেদাইনগর এলাকার মৃত আবু নাসেরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত ওয়ার্ড কমিটির সভাপতি। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের অনুসারী ছিলেন।

মামলায় আসামিরা হলেন- বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়ীয়া গ্রামের সাখাওয়াত হোসেন সাখা (৪২), মো. সুমন (৩৬), মো. হৃদয় (২৮), মধ্যম কলাবাড়ীয়ার মো. নুর ছাফা (৪০), মীরসরাই থানার ভাঙাপুল এবং বর্তমান উত্তর কলাবাড়ীয়ার বাসিন্দা মো. রাকিব (২৬), পশ্চিম ধর্মপুর গ্রামের মো. রিয়াজ (২৭) ও আদর্শ গ্রামের মো. ইমন (৩০) ও অজ্ঞাত আরও ১০/১২ জন।

এরা সবাই ইয়াবা ব্যবসা এবং বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিদের ওই এলাকায় মাদক (ইয়াবা) বিক্রির ১৫০ টাকা বকেয়া ছিল। পরে আবারও ইয়াবা কিনতে যান তারা। এ সময় ৫০০ টাকা দেওয়া হলে ১৫০ টাকা বকেয়া নিয়ে ৩৫০ টাকা ফেরত দেয় এবং তাদের কাছে আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয় ইয়াবা ব্যবসায়ীরা। তার জেরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ
হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।

নিহত কলিমুদ্দিনের বড় ভাই তসলিম উদ্দিন বলেন, 'গরুর বাজার ইজারা নিয়ে বৈঠক চলাকালীন সময়ে যুবদলের সাখাওয়াত হোসেন সাকার লোকজন কলিমুদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। সাখাওয়াত দলীয় পরিচয়ে মাদক ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সে যুবদলের নেতার নাম ভাঙিয়ে এ ব্যবসা করত। কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ছিল।'

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মুুসলেহ উদ্দীন/মেহেদী/

গরিবের চাল নিজের নামে তুললেন মহিলা মেম্বার!

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:৫৬ পিএম
গরিবের চাল নিজের নামে তুললেন মহিলা মেম্বার!
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গরিব ও অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত চাল নিজের ও পুত্রবধূর নামে দীর্ঘদিন ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে পারভীন আক্তার নামে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার নামে বরাদ্দ পাওয়া ১০ বস্তা চাল জব্দ করেছে ইউনিয়ন পরিষদ। বর্তমানে চালগুলো ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইউপি সদস্য পারভীন আক্তার ও তার পুত্রবধূ মায়া আক্তারের নামে গত আড়াই বছরে মোট ৫৮ বস্তা চাল উত্তোলন করা হয়েছে। যার প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে চাল। অর্থাৎ এ দুজনের নামে উত্তোলিত মোট চালের পরিমাণ দাঁড়ায় ১৭৪০ কেজি। যার মধ্যে ১০ বস্তা বর্তমানে জব্দ রয়েছে।

অভিযুক্ত পারভীন আক্তার হাড়িভাসা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষক রফিজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, পারভীন আক্তার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই প্রভাব খাটিয়ে নিজে এবং পুত্রবধূর নাম উপকারভোগী তালিকায় যুক্ত করেন। শুধু তাই নয়, ভিডব্লিউবি কার্ড করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য পারভীন আক্তার বলেন,'তখন দলীয় সিদ্ধান্তে নিজের দুইটা নাম দিয়েছিলাম। তবে চালগুলো আমি খাইনি, গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছি।'

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন,'মহিলা মেম্বার ও তার ছেলের বউয়ের নামে আসা ১০ বস্তা চাল আমরা জব্দ করেছি। আমরা জানতে পেরেছি তিনি আগেও চাল উত্তোলন করেছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, 'ভিডব্লিউবি কর্মসূচির চাল গরিব ও অসহায়দের জন্য। যদি কেউ সচ্ছল হয়েও সুবিধা গ্রহণ করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয়দের বক্তব্য, ইউপি সদস্য হিসেবে পারভীন আক্তার দায়িত্বশীল অবস্থানে থেকেও সরকারি ত্রাণ আত্মসাৎ করে গরিবদের প্রাপ্য অধিকার হরণ করেছেন। যেখানে তার পরিবার আর্থিকভাবে সচ্ছল। স্বামী স্কুলশিক্ষক এবং পরিবারের কয়েকটি ট্রাক্টর রয়েছে সেখানে গরিবদের চাল আত্মসাৎ নৈতিকতা ও আইন উভয়েরই পরিপন্থি।

রনি/মেহেদী/

মাগুরায় ৫ জনকে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দাবি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:১৪ এএম
মাগুরায় ৫ জনকে জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দাবি
ছবি: খবরের কাগজ

মাগুরায় গোপালগঞ্জের পাঁচ যুবককে জিম্মি করে নির্যাতন ও ১০ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে একজনকে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সাজিয়াড়া এলাকার একটি মেস থেকে ওই পাঁচজনকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক যুবককে আটক করে সেনাবাহিনী।

উদ্ধার হওয়া পাঁচ যুবক হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রাজীব সরদার (২৪), মো. ওহিদ সরদারের ছেলে হৃদয় সরদার (২১), মৃত সুলতানা শেখের ছেলে বাবু শেখ (২৪), সোনা মিয়া সরদারের ছেলে ওসমান শেখ (২৪) ও মো. ওহিদ সরদার এর ছেলে রিয়াদ ইসলাম (২৩)।

শান্ত পৌরসভার সাজিয়াড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তার মোবাইল ফোনে নির্যাতনের ভিডিওচিত্র পাওয়া যায়।

এই তথ্য নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। 

তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। মামলা হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
  
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ মে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রি করতে মাগুরায় আসেন ওই পাঁচ যুবক। তারা সাজিয়াড়া এলাকায় এম এস ছাত্রাবাসের দুটি কক্ষ ভাড়া নেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার ইশতিয়াক আহমেদ শান্তসহ ৮-১০ জন তাদের বাড়িতে জিম্মি করে নির্যাতন করেন। তাদের মারধরের পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়। পরে তাদের বাড়িতে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

উদ্ধার হওয়া যুবকদের একজন বাবু শেখ সাংবাদিকদের বলেন, ‘রাতে গান বাজিয়ে আমাদের মারধর করে ও ভিডিও ধারণ করে। আমাদের দুজনকে রাতে একটি শ্মশানে নিয়ে হত্যার হুমকি দেয়। সকালে আলাদা আলাদা ঘরে আমাদের বন্দি করে রাখে। পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে।’
 
মাগুরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ওই যুবকদের আটক করে মারধর করার ভিডিও তাদের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চার যুবককে পাশাপাশি দেওয়ালের দিকে দুহাত উঁচু করে একজন লাঠি দিয়ে পেটাচ্ছেন।

বুধবার দুপুরে খবর পেয়ে সাজিয়াড়া গ্রামের ওই ছাত্রাবাস ও এর পাশে মো. মহসিনের বাড়ি থেকে তালা ভেঙে ওই পাঁচ যুবককে উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের ইশতিয়াক আহমেদ শান্তর বাড়ি থেকে ভুক্তভোগীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার করে সেনাবাহিনী। পরে এম এস ছাত্রাবাস থেকে মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, কলকে, নির্যাতনে ব্যবহৃত লাঠি ও দেশীয় অস্ত্র জব্দ করে সেনাবাহিনী। 

পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

কাশেমুর রহমান/অমিয়/

পল্লবীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:১২ পিএম
আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৩২ পিএম
পল্লবীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার
নাজমুল হাসান পাপ্পু ও দোলনা আক্তার দোলা। ইনসেটে ঘাতক গাউস মিয়া

রাজধানী মিরপুরের পল্লবী এলাকায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গাউস মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা দেড়টার দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বি ব্লকের পাঁচতলার একটি বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। 

খুন হওয়া দুজন হলেন দোলনা আক্তার দোলা (২৯) ও তার স্বামী নাজমুল হাসান পাপ্পু (৩৬)। গাউসের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

পুলিশ বলছে, গাউসের সঙ্গে দোলার প্রেমের সম্পর্ক ছিল। দোলার বিয়ে হয়েছে, সেটি তিনি আগে জানতেন না। গতকাল গাউস বিষয়টি জানতে পারেন। এতে ক্ষিপ্ত হয়ে দোলা এবং তার স্বামীকে গাউস মিয়া কুপিয়ে হত্যা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানায়, দোলনা উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম করছিলেন। তিনি মিরপুর-১১ নম্বরের একটি ভবনের পাঁচতলায় ‘সাবলেট’ থাকতেন। তার স্বামী পাপ্পু বরগুনায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং বরগুনাতে থাকতেন। তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসা-যাওয়া করতেন। দুই দিন আগে তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার গাউস সৌদিপ্রবাসী। গাউস মিয়ার সঙ্গে দোলার ফেসবুকে পরিচয় হয়। সেই সূত্রে দোলার সঙ্গে গাউসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জানুয়ারিতে গাউস দেশে ফিরে মিরপুরের একটি বাসায় ওঠেন। তারপর বিভিন্ন সময়ে দোলার সঙ্গে তার দেখা হয়। দোলার বিয়ে হয়েছে, গাউস সেটা জানতেন না। গতকাল দোলা ও তার স্বামী পাপ্পু বাসার বাইরে একটি খাবার হোটেলে নাশতা করতে গিয়েছিলেন। গাউস তাদের দুজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকেন। দোলা ও পাপ্পুকে একসঙ্গে বাসায় উঠতেও দেখেন তিনি। খোঁজ করতে গিয়ে জানতে পারেন, দোলা আগেই বিয়ে করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে দুটি ছুরি নিয়ে দোলার বাসায় যান গাউস। পরে দোলা ও তার স্বামী পাপ্পুকে কুপিয়ে হত্যা করেন।