
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৩ মে) গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর ডিবির উপ-কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান।
গ্রেপ্তাররা হলেন- মো. লিয়ন ইসলাম (২৫), মো. হুমায়ুন কবির প্রিন্স (৩৬), মো. মোজাহিদুল ইসলাম (২৩), রাজিয়া সুলতানা (২২), মোছা. রিপা আক্তার (২১) ও মোছা. রিখা মনি (১৭)।
উপ-কমিশনার জানান, দুই নারী ভুক্তভোগীর অভিযোগে এনএসআই ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রতারকচক্রটি ফেসবুকে এনএসআই-এ চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে, নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। তাদের এনএসআই হিসেবে প্রশিক্ষণ দিয়ে ভুয়া আইডি কার্ড ও নিয়োগপত্র দিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পোস্টিং ও বদলির অর্ডার দিত। তারপর চক্রটি নিজেদের প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে নিত।
তিনি আরও জানান, অভিযানে প্রশিক্ষণ মডিউল বই, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রিক শকিং ডিভাইস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পলাশ/ইসরাত চৈতী/অমিয়/