ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১২:৫২ এএম
আপডেট: ০৯ জুন ২০২৪, ০৪:৩২ পিএম
পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি : খবরের কাগজ

পাবনায় পূর্ববিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম বাবু ওরফে ঢাক বাবু (৪৫) ওই উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, রাত ৯টার দিকে নলদাহ নতুনপাড়া এলাকার জামাল শেখের দোকানে চা পান করছিলেন বাবু। এ সময় পাশের পাটখেত থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। 

স্ত্রীর পরকীয়া সন্দেহ, শালীর হাতে দুলাভাই খুন

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:২৪ পিএম
স্ত্রীর পরকীয়া সন্দেহ, শালীর হাতে দুলাভাই খুন
চাঁদনী

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলু মিয়া (৩৫)। স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তাকে কাপড় কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে।

নিহত দুলু মিয়া উপজেলার ভোটমারী হাজরানীয়া সদরপাড়ার শওকত আলীর ছেলে।

অভিযুক্ত চাঁদনী একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছে এমন দেখতে পান। স্বামী দুলু মিয়াকে দেখে মনি তড়িঘড়ি করে ফোন নম্বর মুছে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে শ্যালিকা চাঁদনী হঠাৎ উত্তেজিত হয়ে তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করে।

পরে আহত অবস্থায় দুলু মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ (বৃহস্পতিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত চাঁদনী পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বকুল/অমিয়/

কোটালীপাড়ায় সেবাইত বুদ্ধিমন্ত সরকার হত্যার রহস্য উদঘাটন

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫৫ এএম
কোটালীপাড়ায় সেবাইত বুদ্ধিমন্ত সরকার হত্যার রহস্য উদঘাটন
বুদ্ধিমন্ত সরকার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক সম্পত্তি ও অর্থ লেনদেনের জের ধরেই সেবাইত বুদ্ধিমন্ত সরকারকে হত্যা করেছে তারই আপন ভাতিজা লিংকন সরকার (১৮)।

গত সোমবার (২ জুন) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার।

তিনি জানান, উপজেলার পূর্ব নেয়ারবাড়ী গ্রামের সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকারের নামে পৈত্রিক সম্পত্তির ২০ শতাংশ জমি বেশি রেকর্ড হয়। এ নিয়ে পরিবারিকভাবে তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এছাড়া ছোট ভাই বিনয় সরকারের কাছ থেকে বুদ্ধিমন্ত সরকার ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। অতিরিক্ত জমি ও ধারের টাকা চাইতে গেলে বুদ্ধিমন্ত সরকারের সঙ্গে ছোট ভাই বিনয় সরকারের ছেলে লিংকন সরকারের মনোমালিন্য হয়।

গত ২৯ মে রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজেদের বাড়ির পাশে ধানের গোলা পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়েন বুদ্ধিমন্ত। এই সুযোগে ঘুমন্ত বুদ্ধিমন্তর মাথায় বাঁশ দিয়ে আঘাত করে মুখে গামছা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ভাতিজা লিংকন। এরপর দেহটি টেনে পাশের পাটখেতে নিয়ে দা দিয়ে দুই পা কেটে ফেলেন। এরপর দুই পা ও শরীরের বাকি অংশ বস্তায় ভরে উপজেলার রামশীল বাজারের একটি খালের স্লুইস গেটের পাশে ফেলে দেন।

পরে রবিবার (১ জুন) গোপন সংবাদে লিংকন সরকারকে (১৮) এলাকা থেকে আটক করা হয়। পরের দিন সোমবার তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের জুতা, পাঞ্জাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও গামছা জব্দ করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে ও আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেন লিংকন। 

তিনি আরও বলেন, সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকার একজন সাধক ছিলেন। ফলে তার হত্যাকাণ্ড এক ধরনের সাম্প্রদায়িক সংঘাত বলে অপ্রপচার চালানোর চেষ্টা করা হচ্ছিল। বিভিন্ন মহল এই হত্যাকাণ্ডকে পুঁজি করে সামাজিক স্থীতিশীলতা বিনষ্টের প্রয়াস নিচ্ছিল।

এই ঘটনায় নিহতের স্ত্রী লক্ষ্মী রানী সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

বাদল সাহা/অমিয়/

গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও মেশিনসহ কারিগর গ্রেপ্তার

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম
গাজীপুরে বিপুল পরিমাণ জাল টাকা ও মেশিনসহ কারিগর গ্রেপ্তার
ইনসেটে- জাল টাকা তৈরির কারিগর রিয়াজ হোসেন। ছবি: খবরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ জুন) রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
র‌্যাব-৪ এর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বেলতলা এলাকার নিজ বাড়িতে মেশিন দিয়ে জাল টাকা তৈরির পাশাপাশি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছিলেন।


এ বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র‌্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পলাশ/মেহেদী/

মাদকের বকেয়া টাকার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা!

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১১:২০ এএম
আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম
মাদকের বকেয়া টাকার জেরে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যা!
নিহত কলিমুদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকের বকেয়া ১৫০ টাকা বিল নিয়ে, বাকি টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে কলিমুদ্দিন নামে (৩৩) স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হত্যার পর ককটেল ফাটিয়ে উল্লাস করার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে হত্যা মামলাটি করেন নিহতের মা জাহানারা বেগম বেবি।

এর আগে বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার বারৈয়ারঢালা এলাকার ছোট দারোগার হাট বাজারের মাঝামাঝি পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা
কলিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত কলিমুদ্দিন সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফেদাইনগর এলাকার মৃত আবু নাসেরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত ওয়ার্ড কমিটির সভাপতি। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম চৌধুরী শরীফের অনুসারী ছিলেন।

মামলায় আসামিরা হলেন- বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়ীয়া গ্রামের সাখাওয়াত হোসেন সাখা (৪২), মো. সুমন (৩৬), মো. হৃদয় (২৮), মধ্যম কলাবাড়ীয়ার মো. নুর ছাফা (৪০), মীরসরাই থানার ভাঙাপুল এবং বর্তমান উত্তর কলাবাড়ীয়ার বাসিন্দা মো. রাকিব (২৬), পশ্চিম ধর্মপুর গ্রামের মো. রিয়াজ (২৭) ও আদর্শ গ্রামের মো. ইমন (৩০) ও অজ্ঞাত আরও ১০/১২ জন।

এরা সবাই ইয়াবা ব্যবসা এবং বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামিদের ওই এলাকায় মাদক (ইয়াবা) বিক্রির ১৫০ টাকা বকেয়া ছিল। পরে আবারও ইয়াবা কিনতে যান তারা। এ সময় ৫০০ টাকা দেওয়া হলে ১৫০ টাকা বকেয়া নিয়ে ৩৫০ টাকা ফেরত দেয় এবং তাদের কাছে আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয় ইয়াবা ব্যবসায়ীরা। তার জেরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ
হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।

নিহত কলিমুদ্দিনের বড় ভাই তসলিম উদ্দিন বলেন, 'গরুর বাজার ইজারা নিয়ে বৈঠক চলাকালীন সময়ে যুবদলের সাখাওয়াত হোসেন সাকার লোকজন কলিমুদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। সাখাওয়াত দলীয় পরিচয়ে মাদক ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সে যুবদলের নেতার নাম ভাঙিয়ে এ ব্যবসা করত। কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ছিল।'

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মুুসলেহ উদ্দীন/মেহেদী/

গরিবের চাল নিজের নামে তুললেন মহিলা মেম্বার!

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:৫৬ পিএম
গরিবের চাল নিজের নামে তুললেন মহিলা মেম্বার!
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় গরিব ও অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত চাল নিজের ও পুত্রবধূর নামে দীর্ঘদিন ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে পারভীন আক্তার নামে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার নামে বরাদ্দ পাওয়া ১০ বস্তা চাল জব্দ করেছে ইউনিয়ন পরিষদ। বর্তমানে চালগুলো ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ইউপি সদস্য পারভীন আক্তার ও তার পুত্রবধূ মায়া আক্তারের নামে গত আড়াই বছরে মোট ৫৮ বস্তা চাল উত্তোলন করা হয়েছে। যার প্রতিটি বস্তায় ছিল ৩০ কেজি করে চাল। অর্থাৎ এ দুজনের নামে উত্তোলিত মোট চালের পরিমাণ দাঁড়ায় ১৭৪০ কেজি। যার মধ্যে ১০ বস্তা বর্তমানে জব্দ রয়েছে।

অভিযুক্ত পারভীন আক্তার হাড়িভাসা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষক রফিজ উদ্দীনের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, পারভীন আক্তার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই প্রভাব খাটিয়ে নিজে এবং পুত্রবধূর নাম উপকারভোগী তালিকায় যুক্ত করেন। শুধু তাই নয়, ভিডব্লিউবি কার্ড করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য পারভীন আক্তার বলেন,'তখন দলীয় সিদ্ধান্তে নিজের দুইটা নাম দিয়েছিলাম। তবে চালগুলো আমি খাইনি, গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছি।'

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন,'মহিলা মেম্বার ও তার ছেলের বউয়ের নামে আসা ১০ বস্তা চাল আমরা জব্দ করেছি। আমরা জানতে পেরেছি তিনি আগেও চাল উত্তোলন করেছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, 'ভিডব্লিউবি কর্মসূচির চাল গরিব ও অসহায়দের জন্য। যদি কেউ সচ্ছল হয়েও সুবিধা গ্রহণ করে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয়দের বক্তব্য, ইউপি সদস্য হিসেবে পারভীন আক্তার দায়িত্বশীল অবস্থানে থেকেও সরকারি ত্রাণ আত্মসাৎ করে গরিবদের প্রাপ্য অধিকার হরণ করেছেন। যেখানে তার পরিবার আর্থিকভাবে সচ্ছল। স্বামী স্কুলশিক্ষক এবং পরিবারের কয়েকটি ট্রাক্টর রয়েছে সেখানে গরিবদের চাল আত্মসাৎ নৈতিকতা ও আইন উভয়েরই পরিপন্থি।

রনি/মেহেদী/