খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন রবিউল।
রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা দাবি করেছেন।
চেয়ারম্যান রবির শ্যালক মনির হোসেন খবরের কাগজকে জানান, গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি প্রতিপক্ষের টার্গেটে পরিণত হন। পরপর তিনবার তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ইউপি নির্বাচনেও তার প্রার্থী হওয়ার কথা ছিল। এসব কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে শরাফপুর ভুলবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চেয়ারম্যান রবিউল ইসলামের হত্যাকাণ্ড জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একসময়ের আতঙ্কের উপজেলা হিসেবে পরিচিত হলেও গত প্রায় ২২ বছরে এ ধরনের কোনো হত্যাকাণ্ড ঘটেনি। ওই সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, তারা এখন ছদ্মবেশে এলাকায় আছেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, যেহেতু কোনো প্রত্যক্ষদর্শী নেই, তাই কীভাবে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
মাকসুদ রহমান/পপি/