ভারতের কলকাতায় হারানো একটি আইফোন ১৪ প্লাস চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে এক ভারতীয় নাগরিকের আইফোন ১৪ প্লাস মোবাইল পশ্চিমবঙ্গের কলকাতায় হারিয়ে যায়। তিনি এ ঘটনায় সেখানকার মহেশতলা থানায় জিডি করেন। মোবাইল হারানোর কিছুদিন পর বাদীর কাছে একটি ই-মেইল যায়। সেখানে বলা হয়, হারানো মোবাইলটি বাংলাদেশের চট্টগ্রাম শহরে চালু হয়েছে। তখন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল পেজে যোগাযোগ করে তার জিডি ও মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপির জনসংযোগ শাখা মোবাইলটি উদ্ধারে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।
এরপর মোবাইলটি উদ্ধারের দায়িত্ব পান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর, পশ্চিম) বিভাগ। মোবাইল সেটে কোনো সিমকার্ড না থাকার পরও নানা কৌশলে চারজনকে শনাক্ত করে গোয়েন্দারা। তারা ভারত থেকে চোরাই মোবাইল চট্টগ্রামে এনে তামাকুমন্ডি লেনে বিভিন্ন খুচরা দোকানে পৌঁছে দেয় এবং নিজেরাও বিক্রি করে।
এ ঘটনায় আভিযানিক দল সিন্ডিকেটের হোতাকে টার্গেট করে গত ৬ জুলাই নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে অভিযান চালায়। সিন্ডিকেটের হোতা বিষয়টি বুঝতে পেরে এক ব্যবসায়ীকে দিয়ে চোরাই মোবাইলটি ডিবির এসআই রবিউল ইসলামের কাছে পৌঁছে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, এই সিন্ডিকেট ভারতের সব চোরাই মোবাইল চট্টগ্রামে পাঠায়। পাশপাশি বাংলাদেশের চোরাই দামি মোবাইল ভারতে ও ভুটানে পাঠিয়ে থাকে। সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইফতেখারুল ইসলাম/অমিয়/