বাংলাদেশি রোগীদের ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের দিল্লিতে ভারতীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তিনি নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ উপদেষ্টা বিজয়া কুমারি। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ পেয়েছে।
ওই তথ্য অনুসারে দিল্লি-সংলগ্ন নয়ডা শহরে ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জনের অস্ত্রপচার করে কিডনি অপসারণ করা হয়েছে। যাদের কিডনি নেওয়া হয়েছে তারা বেশির ভাগই বাংলাদেশের নাগরিক। ২০২১ থেকে ২০২৩ সালের বিভিন্ন সময়ের এ কাণ্ড ঘটেছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডা. বিজয়া কুমারির চক্রের আওতায় বাংলাদেশ ও ভারতের দালালদের মাধ্যমে গরিব বাংলাদেশিদের টাকার লোভ দেখিয়ে ভারতে নিয়ে যেত।
সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতেও টাকার বিনিময়ে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। চক্রটি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন ভুয়া নথি প্রদান করত, যা জব্দ করেছে পুলিশ।