লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকায় মনির হোসেন (৬০) নামে এক জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (৫ আগস্ট) রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী হারুনের ছেলে মো. কামাল, নাছির, মোহাম্মদ আলী এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন নিহতের মেয়ে মাহমুদা খানম বর্ষা।
বর্ষা জানান, রাত ৯টার দিকে পাশের মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে প্রতিবেশী অভিযুক্তরা তার বাবাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হলেও কর্মবিরতি চলতে থাকায় পুলিশ ঘটনাস্থলে যায়নি।
নিহতের আত্মীয় রেজাউল করিম সুমন জানান, পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ না আসায় স্বজনরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে পুলিশের ফরোয়াডিং, সুরতহাল রিপোর্ট ও মামলা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত করতে রাজি হয়নি।
বর্তমানে লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
রফিকুল ইসলাম/জোবাইদা/অমিয়/