মুজিবনগর উপজেলায় আলমগীর হোসেন আলম (৪৪) নামের এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর তার স্ত্রী ও তিন সন্তান রাতে খাওয়া শেষে ঘুমাতে যান। রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে তার বড় মেয়ে শুকতারা খাতুন (১৮) ও স্ত্রী বেদেনা খাতুনো সঙ্গে ঘরের বাইরে যেতে চাইলে তাদের রুমের ছিটকিনি বাইরে থেকে আটকানো বুঝতে পারেন। ডাকাডাকির এক পর্যায়ে কেউ সারা শব্দ না দিলে শ্বশুর আগবত আলীকে ফোন দিয়ে ডাকেন বেদেনা খাতুন। পরে তারা ঘরে এসে আলমগীরের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড এখনি বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাদিয়া নাহার/অমিয়/অমিয়/