রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মুন্না হাওলাদার (২২) ও নাসির হোসেন (২৪)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান সংবাদমাধ্যমকে দুজন নিহতের তথ্য নিশ্চিত করেন
জানা গেছে, শুক্রবার রাতে মুন্নার সঙ্গে তার প্রতিপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন মুন্নাকে কুপিয়ে জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। একই সময়ে একই এলাকায় নাসির নামের আরও একজনকে কুপিয়ে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি।
মুন্নার বাবার নাম বাবর হাওলাদার। তার বাড়ি পটুয়াখালী। তিনি রায়েরবাজারের পাবনা হাউস গলিতে থাকতেন। মুন্নার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
ওসি আলী ইফতেখার হাসান বলেন, দুই গ্রুপের আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড। মারা যাওয়া দুইজন একই গ্রুপের সদস্য। তাদের নামে একাধিক মামলাও আছে।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান সংবাদামাধ্যমকে বলেন, ইমন ও আলতাফ গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
তুলি/অমিয়/