কক্সবাজারের টেকনাফে রমিজ ও আরমান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) রাত ১১টার পর টেকনাফের হ্নীলার উত্তর সিকদার পাড়া এলাকায় সংঘর্ষ ও গোলাগুলি হয়।
স্থানীয়রা জানান, রাতে হ্নীলা উত্তর সিকদার পাড়া এলাকায় রমিজ ও আরমানের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও মাদকের ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলির শব্দ শোনা যায়। শতাধিক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।
স্থানীয়রা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার পরে উত্তর সিকদার পাড়া এলাকা দুই গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শুনেছি। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়েছে।’
তিনি বলেন, ‘গোলাগুলি কী কারনে হয়েছে সেটি খতিয়ে দেখতে প্রশাসনকে জানানো হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে রমিজ ও আরমান গ্রুপের মধ্যে গোলাগুলির বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে।’
এদিকে আরমান ও রমিজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সাদিয়া নাহার/অমিয়/