ঢাকা ২৩ অগ্রহায়ণ ১৪৩১, রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪

সিলেটে ৬ ট্রাক চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
সিলেটে ৬ ট্রাক চোরাই চিনিসহ গ্রেপ্তার ১
৪১ লাখ ১৭ হাজার ২০০ টাকার চোরাই চিনি ও ছয়টি ট্রাকসহ আটক হেলপার হাসান। ছবি : খবরের কাগজ

সিলেটে চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাক থেকে ৬৯০ বস্তা চোরাই চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় একজনকে আটক করা হয়।

বুধবার (৬ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএমপি।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছয়টি ট্রাকে ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনির সঙ্গে ৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বাজারদর অনুযায়ী এসবের মূল্য ৪১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল টি-গার্ডেনের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাক থামিয়ে তল্লাশি করে চোরাই চিনি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপাররা কৌশলে পালিয়ে গেলেও মো. হাসান নামে এক হেলপারকে আটক করা হয়। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামে।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, এ ঘটনায় আটক হাসানকে গ্রেপ্তার দেখিয়ে এবং পাঁচটি ট্রাকের চালককে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

মেহেদী/অমিয়/

মতিঝিলে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
মতিঝিলে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক কারবারি এনাম আহম্মদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ এনাম আহম্মদ (৫০) নামে এক মাদক কারবারিকে গেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
  
মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ৯টা ৪০মিনিটের দিকে আরামবাগে অভিযান চালিয়ে এনামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সুমন/অমিয়/পপি/

মোহাম্মদপুর থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
মোহাম্মদপুর থেকে অস্ত্র উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পরিত্যক্ত একটি শটগান ও একটি রাইফেলেরে ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ এই অস্ত্র উদ্ধার করে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনে অস্ত্র পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে এই অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুমন/অমিয়/

বিয়ের জন্য চাপ দেওয়ায় গুলি করে হত্যা করেন প্রেমিক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ এএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ এএম
বিয়ের জন্য চাপ দেওয়ায় গুলি করে হত্যা করেন প্রেমিক
নিহত শাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে বসে খাওয়াধাওয়া করেই রাত পেরোয় প্রেমিক-প্রেমিকার। এরপর ভোরে বিয়ে করার জন্য চাপাচাপি থেকে উভয়ের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন প্রেমিক।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে।

প্রেমিক তৌহিদই রাজধানীর ওয়ারীর তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তারকে (২২) গুলি করে হত্যা করেন।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে ভোলার ইলিশা লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে একটি লঞ্চে করে পালিয়ে যাওয়ার সময় তৌহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এদিন সকালে তার স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী গ্রামের বেইলি ব্রিজের নিচে ডোবার পানিতে তল্লাশি চালিয়ে হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

ডিবির ওসি মো. ইশতিয়াক রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত প্রেমিকা শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারী এলাকায় থাকতেন। প্রেমিক তৌহিদ রাজধানীর ৩৮ নম্বর ওয়ার্ডের ওয়ারীর ২২ নম্বর বর্ণগ্রাম রোডের মৃত শফিক শাহের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৌহিদ হত্যা সম্পর্কে নানা তথ্য দিয়েছেন ডিবিকে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে মোবাইল ফোনে কল করে প্রেমিকা শাহিদাকে ডেকে আনেন প্রেমিক তৌহিদ।

ঢাকা থেকে একটি বাসে চড়ে তারা চলে আসেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে। সেখানে রেস্টুরেন্টে বসে রাতের খাবার খান তারা। রাতভর ঘোরাঘুরি শেষে শনিবার ভোরে আবার ঢাকায় ফেরার উদ্দেশে রওনা হন।

পথে এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস লেনে দাঁড়িয়ে কথা হতে থাকে তাদের। এ সময় প্রেমিকা শাহিদা বিয়ে করার জন্য চাপ দেন। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে সঙ্গে থাকা পিস্তল দিয়ে তৌহিদ পরপর কয়েকটি গুলি করেন।

হত্যা ঘটিয়ে তৌহিদ বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। পরে দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী গ্রামের বেইলি ব্রিজের নিচে পানিতে পিস্তল ফেলে রাজধানীতে চলে যান তৌহিদ। মোবাইল ফোন বন্ধ করে ঢাকায় তার বোনের বাসায় অবস্থান করেন তিনি। পালিয়ে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী রবিবার (৩০ নভেম্বর) ভোরে ঢাকার সদরঘাট থেকে একটি লঞ্চে চড়ে ভোলার মনিপুরার উদ্দেশে রওনা দেন।

সোমবার ভোরে ইলিশা লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের টিম। এর আগে শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী শাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিন মধ্যরাতে নিহতের মা জরিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজধানীর ওয়ারীর তৌহিদ নামে এক যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ও দ্বন্দ্ব থাকার কথা উল্লেখ করেন মা।

শ্রীনগরে প্রবাসী হত্যা: পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
শ্রীনগরে প্রবাসী হত্যা: পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে প্রবাসী হত্যায় গ্রেপ্তার আসামিরা। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২ ডিসেম্বর) ভোরে শ্রীনগরে ও গতকাল রবিবার রাতে ঢাকার কমদতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শ্রীনগর দেউলভোগ গ্রামের ওয়াসিম খান (৩৮),  মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের বাসিন্দা শাহীন প্রধান (৩৬)।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, রবিবার রাতে ঢাকার কদমতলীতে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে সোমবার ভোরে হরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শাহীন প্রধানকে ও দেউলভোগ গ্রামে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।

গত ২৭ নভেম্বর দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের খাল থেকে নিখোঁজ প্রবাসী রমজানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে।

এ ঘটনায় গত শুক্রবার (২৯ নভেম্বর) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শ্রীনগর থানায় মামলা করেন।

মঈনউদ্দিন সুমন/নাবিল/অমিয়/

ফেনীতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ১

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
ফেনীতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ১
ছবি: খবরের কাগজ

ফেনীর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১ডিসেম্বর) ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। 

আটক ইকবাল হোসেন (৩০) কুমিল্লার রাজাপুর ইউনিয়নের লরিবাগ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে৷ 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷ 

তিনি জানান, এক মাদক কারবারি চট্টগ্রামগামী বাসে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ফতেহপুর স্টার লাইন পাম্প এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়।

তোফায়েল আহাম্মদ নিলয়/মেহেদী