রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী চিকিৎসক খুন হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত তিনটার দিকে ধানমন্ডির হাজারীবাগের ২৯৪/১ ৮/১ নম্বরের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘বয়োজ্যেষ্ঠ ওই চিকিৎসক ভোররাতে নামাজের জন্য উঠেছিলেন। সে সময়ে তিনজন বা তার অধিক দুর্বৃত্ত বাসায় ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করেন। এ সময় তার স্ত্রী সুফিয়া রশিদ বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দুজনকেই ছুরিকাঘাত করে বেরিয়ে যায়। পরে আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশসহ বিভিন্ন ইউনিট তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে চুরি বা ডাকাতি সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে ওই বাসা থেকে ডাকাতরা কি কি নিয়েছে তা এখনো জানা যায়নি।’
রশিদ ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া মোহাম্মদ বাঁধন বলেন, ‘আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ পেশায় চিকিৎসক। তারা লন্ডন থাকেন। প্রতিবছর তারা সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং ডিসেম্বরে চলে যান। রাতে অস্ত্রসহ এক দল ডাকাত বাসায় ঢুকে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় তারা বাধা দিলে দুজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে চিৎকার শুনে সেখানে গিয়ে তাদের উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন।’
আলমগীর হোসেন/সাদিয়া নাহার/