ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জে ৯ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নুর ইসলাম (২০) সম্পর্কে শিশুটির চাচা হয়। তাকে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের লোকজন বখাটে হিসেবে চেনে।
ভুক্তভোগী শিশুর মা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে সে ও তার স্বামী কাজে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে তাকে পাশের বাড়ির নুর ইসলাম ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে জানায়। পরে রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরওু জানান, প্রভাবশালীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
শিশুর বাবা বলেন, আমার মেয়ের উপর যে ঘটনা ঘটেছে এ রকম ঘটনা যেন আর না
ঘটে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানান, ধর্ষণের আলামত নিয়ে মেয়েটি গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাদল সাহা/মেহেদী/