চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি নিজেকে দৈনিক একাত্তর নামে ভুয়া একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী তারেক আজিজ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার ( ২২ নভেম্বর) রাত ১২টার দিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার মূল গেইটের বিপরীতে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি করে এর যাত্রী ফারুকের কাছে থাকা ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সাংবাদিকের আইডি কার্ড বানিয়ে নিয়মিত মাদকের কারবার করে আসছিলেন বলে স্বীকার করেন। জব্দকৃত গাজা সে সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকা থেকে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিলেন।
এডিসি কাজী তারেক আজিজ বলেন, আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মেহেদী/এমএ/