ঢাকা ৯ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
চট্টগ্রামে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি নিজেকে দৈনিক একাত্তর নামে ভুয়া একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের এডিসি (জনসংযোগ) কাজী তারেক আজিজ এ তথ্য জানান। 

এর আগে শুক্রবার ( ২২ নভেম্বর) রাত ১২টার দিকে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার মূল গেইটের বিপরীতে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযানের সময় একটি অটোরিকশায় তল্লাশি করে এর যাত্রী ফারুকের কাছে থাকা ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সাংবাদিকের আইডি কার্ড বানিয়ে নিয়মিত মাদকের কারবার করে আসছিলেন বলে স্বীকার করেন। জব্দকৃত গাজা সে সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকা থেকে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিলেন। 

এডিসি কাজী তারেক আজিজ বলেন, আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মেহেদী/এমএ/

রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। 

গ্রেপ্তাররা হলেন- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পো স্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকস দল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সবুজবাগ থানার বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছিল। 

গোপালগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম
গোপালগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে ৯ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নুর ইসলাম (২০) সম্পর্কে শিশুটির চাচা হয়। তাকে ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের  লোকজন বখাটে হিসেবে চেনে।

ভুক্তভোগী শিশুর মা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে সে ও তার স্বামী কাজে চলে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে  তাকে পাশের বাড়ির নুর ইসলাম ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে জানায়। পরে রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরওু জানান, প্রভাবশালীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিশুর বাবা বলেন, আমার মেয়ের উপর যে ঘটনা ঘটেছে এ রকম ঘটনা যেন আর না
ঘটে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস জানান, ধর্ষণের আলামত নিয়ে মেয়েটি গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বাদল সাহা/মেহেদী/

সাভারের ডেইরি ফার্মে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম
সাভারের ডেইরি ফার্মে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
ছবি : খবরের কাগজ

সাভারের সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি নিহতের স্বজন ও পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরে নির্জন সড়কের পাশ থেকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মাহফুজুর রহমান রাজু (৪৩) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব চৈতা গ্রামের আতাহার উদ্দিন শিকদারের ছেলে। তিনি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে এক সপ্তাহ ধরে কাজ করছিলেন।

নিহতের ভাই মো. মিজান জানান, ডেইরি ফার্মের ভিতরে পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন রাজু। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাজ শেষে আর বাসায় না ফিরলে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে খামারের ভিতরের একটি সড়কের পাশে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ডেইরি ফার্মের কর্মচারীরা জানায়, বিশাল এলাকা জুড়ে ডেইরি ফার্মে প্রয়োজনের চেয়ে অনেক কম জনবল কাজ করে। রাতের বেলা যারা ডিউটি করে তারা নির্জন এই এলাকায় নিরাপত্তাহীনতায় ভোগেন। আজ যেখানে রাজুর লাশ পাওয়া গেছে সেখান থেকে কিছু দূরে সীমানা প্রাচীর ঘেঁষে ঘাসের প্লট আছে। মাঝে মধ্যেই রাতের আঁধারে বহিরাগতরা ভাঙ্গা প্রাচীর দিয়ে ভিতরে প্রবেশ করে ঘাস কেটে নিয়ে যায়। এর আগে ঘাস কাঁটার সময় আনসার সদস্যরা বাঁধা দিলে তাদের মারধর করে পালিয়ে যায় বহিরাগতরা। এরপর থেকেই আনসার সদস্যরাও নির্জন এসব জায়গায় আসেন না, ক্যাম্পেই থাকেন। কর্তৃপক্ষ এখানকার নিরাপত্তা জোরদার করলে হয়ত এমন হত্যাকাণ্ড হতো না।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দে জানান, ডেইরি ফার্মের ভিতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো সুইচগিয়ার দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
 
ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/

ফরিদপুরের ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০২ এএম
ফরিদপুরের ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় মাদক ও জুয়ার আসরে অভিযান ও আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার আসরে অভিযান চালানোর সময় আসামি ও তাদের স্বজন এবং স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন, আরও আহত হয়েছেন একাধিক। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে মামলাসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে। 

এ সময়  হামলার ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরো কয়েকজন আহত আছে বলে জানা গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন পুলিশ সদস্য হলেন, এস আই আব্দুল জব্বার, এসআই দেওয়ান শফিকুল এবং এএসআই শফিকুল ইসলাম।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ ইনজুরি রয়েছে তাদের চিকিৎসা চলছে।

সঞ্জিব দাস/মেহেদী/

জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম
জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ছবি : খবরের কাগজ

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

এর আগে গতকাল সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ক্যাম্প এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপির তেজগাঁও বিভাগ।

তিনি বলেন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) এবং মোহাম্মদপুর থানা-পুলিশ সোমবার আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্প থেকে ২৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য এবং বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।