মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত ছেলে নোমান হোসেন (৩০) পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোমানের সঙ্গে সুজানগরের এক মেয়ের বিয়ের কথা চলছিল। তবে নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। রবিবার রাতে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কুড়াল দিয়ে বাবাকে আঘাত করেন নোমান। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলক পুরকায়স্থ/মেহেদী/অমিয়/