মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) ভোরে শ্রীনগরে ও গতকাল রবিবার রাতে ঢাকার কমদতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শ্রীনগর দেউলভোগ গ্রামের ওয়াসিম খান (৩৮), মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের বাসিন্দা শাহীন প্রধান (৩৬)।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, রবিবার রাতে ঢাকার কদমতলীতে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে সোমবার ভোরে হরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শাহীন প্রধানকে ও দেউলভোগ গ্রামে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ নভেম্বর দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের খাল থেকে নিখোঁজ প্রবাসী রমজানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে।
এ ঘটনায় গত শুক্রবার (২৯ নভেম্বর) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শ্রীনগর থানায় মামলা করেন।
মঈনউদ্দিন সুমন/নাবিল/অমিয়/