
রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাজা এবং তাদের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাজা মোহাম্মদপুর এলাকার বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের গডফাদার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বসিলা আর্মি ক্যাম্পের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা দল সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা উদ্যান থেকে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে চারটি চাপাতি, একটি ছুরি এবং একটি রড উদ্ধার করা হয়েছে।
বিল্লাল হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজা। মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসীদেরকে দেশীয় অস্ত্রের যোগান দেন তিনি।
গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তুলি/পপি/