ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মোহাম্মদপুর কিশোর গ্যাংয়ের গডফাদার রাজা গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম
মোহাম্মদপুর কিশোর গ্যাংয়ের গডফাদার রাজা গ্রেপ্তার
মোহাম্মদপুর কিশোর গ্যাংয়ের গডফাদার রাজাসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

রাজধানীর ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রাজা এবং তাদের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রাজা মোহাম্মদপুর এলাকার বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের গডফাদার। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বসিলা আর্মি ক্যাম্পের সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা দল সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা উদ্যান থেকে তাদের গ্রেপ্তার করে। 

অভিযানে চারটি চাপাতি, একটি ছুরি এবং একটি রড উদ্ধার করা হয়েছে।

বিল্লাল হত্যাকাণ্ডের প্রধান আসামি রাজা। মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসীদেরকে দেশীয় অস্ত্রের যোগান দেন তিনি। 

গ্রেপ্তার পাঁচজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তুলি/পপি/

ভোলায় গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম
ভোলায় গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরুচুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বালিয়াকান্দি গ্রামের মো. নয়ন (৩০) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার আমির হোসেন (২৮)। তারা পেশাদার গরুচোর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাতে ভূঁইয়াবাড়িতে একদল চোর গরু চুরি করতে ঢোকে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া করে তখন দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমতিয়াজুর/মেহেদী/

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৌদি আরব থেকে আসা হাবিবুর রহমান নামের এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে। সোনার পরিমাণ মোট ৩ হাজার ২৮৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন বেলা আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইনসের একটি বিমানে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর গতিবিধির ওপর নজর রাখা হয়। যাত্রী ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগেজ তল্লাশি করা হয় এবং স্ক্যানিং করা হয়। এ অবস্থায় যাত্রীর হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ২ হাজার ৯৯০ গ্রাম। সেই যাত্রীর কাছ থেকে মোট ৩ হাজার ২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটক করা স্বর্ণালংকার ও স্বর্ণের বার কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএমমূলে জমা করা হয়েছে। স্বর্ণালংকার ও স্বর্ণের বারসহ যাত্রীকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম
পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে দুই বোন আটক
ছবি : খবরের কাগজ

কক্সবাজার বিমানবন্দরে ‘পেটে ইয়াবা বহন’ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী।

আকটরা বোনদের পেটে দুই হাজার করে চার হাজার ইয়াবা রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

দিদারুল আলম বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালান বহনকারি তিনজনকে শনাক্ত করা হয়। এদের মধ্য আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতারকে প্রথমে আটক করা যায়নি।'

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম চলছে। দুপুর ২টা পর্যন্ত এক হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করতে সক্ষম হন। 

আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে বলে জানান দিদারুল।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

মুহিববুল্লাহ মুহিব/জোবাইদা/

কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মণ্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত রাজু একই ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে বৈরাগীরচর মণ্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রাজু চরের মাঠে পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। পদ্মার চরে অবৈধভাবে বালি উত্তোলন করা হলে সে বালির চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে। অথবা রাতে আঁধারে পদ্মার চর দিয়ে মাদক পাচারসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে এমন ধারণা পুলিশের।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চরে রাজু নামে এক যুবককে গুলি করা হয়েছে। মাদকসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


মিলন/মেহেদী/

হ‌রিণাকুণ্ডুতে যুবককে কু‌পি‌য়ে হত্যা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ এএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
হ‌রিণাকুণ্ডুতে  যুবককে কু‌পি‌য়ে হত্যা
ছবি: খবরের কাগজ

ঝিনাইদ‌হের হ‌রিণাকুণ্ডুতে গ্রাম্য আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে মোশারফ হোসেন (৩৬) নামে এক যুবককে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভো‌রে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হা‌কিমপুর গ্রা‌মে এই ঘটনা ঘটে।

মোশারফ হোসেন হা‌কিমপুর গ্রা‌মের খা‌বির মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ জজ‌কো‌র্টে আইনজীবীর সহকারী হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

গ্রামবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধ‌রে একই গ্রা‌মের সাইদ, আকুল ও বকু‌লের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার ভোরে তারা মোশারফ ও তার ভাই নাসিরকে এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে। প‌রে আহত অবস্থায় তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

হ‌রিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, ভোরে না‌সির ও মোশারফ একসঙ্গে বা‌ড়ির পার্শ্ববর্তী জ‌মি‌তে কলা কাট‌তে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধ‌রে একই গ্রা‌মের সাইদ, আকুল ও বকু‌লের নেতৃ‌ত্বে ক‌তিপয় সন্ত্রাসী দুই ভাইকে এলোপাতাড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে। প‌রে মারাত্মক আহত অবস্থায় উভয়‌কে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চিকিৎসক ছোট ভাই মোশারফ‌কে মৃত ঘোষণা ক‌রেন। আহত বড় ভাই না‌সির‌কে ঝিনাইদহ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। চি‌কিৎসকরা জা‌নি‌য়ে‌ছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপা‌রে মামলার প্র‌ক্রিয়া চল‌ছে।

মাহফুজুর রহমান/মেহেদী/