
রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধসংলগ্ন এলাকায় হাজারীবাগ থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)। তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, দুটি সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।
তালেবুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধসংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে থানার পুলিশ ও সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত চার-পাঁচজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সাতজনসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে সাগর, রবিউল, বাপ্পী ও আকাশের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।