
নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে চাঞ্চল্যকর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায় দুজন আসামি আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) রাতে মামলার আসামিরা এ স্বীকারোক্তি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার জানান, রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঞ্জুরুল ইসলামের কাছে দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দি স্বীকারোক্তি দিয়েছেন আসামি, জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়ার বাসিন্দা সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) এবং অপরজন হচ্ছেন, ধানশিরা এলাকার মো. বাকী বিল্লাহ (২৬)। জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে বুধবার নিজ বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি দুর্গাপুর পৌরশহরে বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অতর্কিতে পানমহাল রোডে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে। নিহতের বাবা ঘটনার পরদিন শুক্রবার দুর্গাপুর থানায় একটি খুনের মামলা করেন। এ মামলায় অজ্ঞাত ছয়জনকে আসামি করা হয়। শনিবার বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিজয় চন্দ্র/জোবাইদা/