
রাজধানীতে পুলিশের পোশাক পরে ছিনতাই ও পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে হাতিরঝিল ও উত্তরখানের হজরত শাহ কবির (রহ.) মাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
হাতিঝিল এলাকায় গ্রেপ্তাতাররা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০), মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্ব (২২)। আর উত্তরখান থেকে গ্রেপ্তার করা হয় এনামুল হক মনিরকে।
এ বিষয়ে পুলিশ জানায়, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নং ওয়ার্ড এলাকার বাসা নং ৩৮/২ এর সামনে পুলিশের পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আর উত্তরখানের হজরত শাহ কবির (রহ.) মাজার জামে মসজিদের সামনে এনামুল হক মনির সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে বাংলাদেশ পুলিশের একটি নকল আইডি কার্ড পাওয়া যায়। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, তার নামে ডিএমপির শাহআলী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় দুটি প্রতারণার মামলা ও ময়মসিংহের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে।