
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।
বুধবার (২২ জানুয়ারি) সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পো স্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকস দল।
ডিবি-লালবাগ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সবুজবাগ থানার বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছিল।