ঢাকা ৪ ফাল্গুন ১৪৩১, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। 

গ্রেপ্তাররা হলেন- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পো স্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি চৌকস দল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সবুজবাগ থানার বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকার শহিদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছিল। 

দাউদকান্দিতে দেড় হাজার টাকার জন্য হত্যা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
দাউদকান্দিতে দেড় হাজার টাকার জন্য হত্যা
কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে মাত্র দেড় হাজার টাকার জেরে হাবীব তালুকদার (৬০) নামে একজনকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

এজহারনামীয় আসামিরা হলেন উপজেলার নয়ানগর গ্রামের চারু ভূঁইয়ার ছেলে মিজান ফকির (৫০) এবং একই এলাকার বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্রাম্য সালিশে দেড় হাজার টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে হাবীব তালুকদার নামের এক বৃদ্ধকে ওই এলাকার কতিপয় দুষ্কৃতকারী পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী মাকসুদা বেগম মাসু বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এজহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (গতকাল) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।’

দুই বান্ধবীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জনি গ্রেপ্তার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
দুই বান্ধবীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জনি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জনিকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গতকাল শনিবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে আসামি মো. জনি (৩১) ও তার ৬-৭ জন সহযোগী ওই বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে। তল্লাশিকালে কোনো কিছু না পেয়ে জনিসহ অপর আসামিরা ভিকটিমকে তার নিজ কক্ষে এবং বান্ধবীকে রান্না ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। 

তাপস কর্মকার বলেন, মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় লালবাগ থানার নবাবগঞ্জ রোডে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়। 

শেরপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
শেরপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
শেরপুর

শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪), শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।

নিহতের পরিবার, অভিযোগের কপি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দিঘারপাড় মহল্লায় হাবিবুর রহমান লেমনের মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে যায় কয়েকজন যুবক। এ সময় লেমন তাদের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনির ও লিখনসহ কয়েকজন তাকে ক্রিকেট ব্যাট ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হলে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় লেমনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে আটটার দিকে লেমন মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, 'লেমনের স্বজনরা জানিয়েছে সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ শেরপুরে আনার পর ময়নাতদন্তে শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

শাকিল মুরাদ/জোবাইদা/

সাঁথিয়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
সাঁথিয়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
ছবি : খবরের কাগজ

পাবনার সাঁথিয়ায় ভাড়ার কথা বলে সুজল নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সুজল (৩৯) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাক আলী প্রামানিকেন ছেলে।

স্থানীয় ও পরিবার জানায়, সুজল সম্প্রতি প্রায় এক লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কিনে। শুক্রবার রাতে ভাড়ার কথা বলে মোবাইলফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। পরে তার ফোন বন্ধ থাকে। পরে শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় সনাক্ত করে । 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, 'আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।'

পার্থ হাসান/জোবাইদা/

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম
রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
খবরের কাগজের ফাইল ছবি

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লক সংলগ্ন পশ্চিমের পাহাড়ী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহমত উল্লাহ (২২) উখিয়া উপজেলার কুকুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, 'তিন পাহাড়ের মিলনস্থল লেকের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়। এ তথ্যে এপিবিএন পুলিশ টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রহমত উল্লাহকে তুলে আনে। পরে তাকে গুলি করে হত্যা করে মরদেহ গুমের উদ্দ্যেশে পাহাড়ী লেগে পাশে আনা হতে পারে। তবে নিহতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মুহিববুল্লাহ মুহিব/জোবাইদা/