
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাওসার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিয়তের সহকর্মী শারমিন জানান, কাওসার যাত্রাবাড়ীর মাতুয়াইল একটি মশার কয়েলের স্ট্যান কারখানায় চাকরি করে। কারখানা থেকে বাসায় ফেরার পথে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় দুই-তিন ছিনতাইকারী গতিরোধ করে। পরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
তিনি আরও জানান, নিহত কাওসার মাতুয়াইল মৃধাবাড়ি মেট্রোপলিটন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
শেখ জাহাঙ্গীর/জোবাইদা/