
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশারফ হোসেন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মোশারফ হোসেন হাকিমপুর গ্রামের খাবির মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
গ্রামবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার ভোরে তারা মোশারফ ও তার ভাই নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, ভোরে নাসির ও মোশারফ একসঙ্গে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলা কাটতে যায়। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে মারাত্মক আহত অবস্থায় উভয়কে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ছোট ভাই মোশারফকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাই নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
মাহফুজুর রহমান/মেহেদী/