
ঢাকার সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে গাবতলীগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এ সময় ছুরি হাতে দুই ছিনতাইকারী বাসে উঠে যাত্রীদের মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়া শুরু করে। এক পর্যায়ে নারী যাত্রীদের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পিছনের যাত্রীদের দিকে যেতে থাকে ছিনতাইকারীরা। এ সময় কিছু যাত্রী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরি দিয়ে ছিনতাইকারীরা তাদের আঘাত করে। এতে বাসের তিন যাত্রী জখম হলে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বাসের যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলকামা আজাদ বলেন, 'বাসটি ১৫-২০ জন যাত্রী নিয়ে রাজধানীর দিকে যাচ্ছিল। আমি নিজেও ওই বাসে ছিলাম। বাসটি পুলিশ টাউন এলাকায় যাত্রীর জন্য দাঁড়ালে দুই ছিনতাইকারী বাসে উঠে যাত্রীদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ ও গলার চেইন ছিনিয়ে নেয়। পরে কয়েকজন যাত্রী তাদের ধরার চেষ্টা করলে ছিনতাইকারীরা চালকের সহকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইমতিয়াজ ইসলাম/জোবাইদা/