ঢাকা ১০ চৈত্র ১৪৩১, সোমবার, ২৪ মার্চ ২০২৫
English

দুই বান্ধবীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জনি গ্রেপ্তার

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ পিএম
দুই বান্ধবীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি জনি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জনিকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গতকাল শনিবার র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে আসামি মো. জনি (৩১) ও তার ৬-৭ জন সহযোগী ওই বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে। তল্লাশিকালে কোনো কিছু না পেয়ে জনিসহ অপর আসামিরা ভিকটিমকে তার নিজ কক্ষে এবং বান্ধবীকে রান্না ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। 

তাপস কর্মকার বলেন, মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় লালবাগ থানার নবাবগঞ্জ রোডে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়। 

রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার, গ্রেপ্তার ২১৯

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম
রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার, গ্রেপ্তার ২১৯
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৫০টি থানা এলাকায় দুইভাগে ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম সক্রিয় ছিল। টহল টিমগুলোর মধ্যে মোবাইল প্যাট্রোল টিম ৪৭৯টি, ফুট প্যাট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা প্যাট্রোল টিম ১১৫টি। এ ছাড়া, নগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, আটজন ডাকাত, ৯ জন সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, সাতজন চোর, ১৭ জন মাদক কারবারি এবং ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামি।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একাধিক সরঞ্জামও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি চাকু, একটি ছুরি, একটি হাতুড়ি, একটি কাটার, একটি পাঞ্চ মেশিন, একটি ইলেকট্রিক সিগারেট বডি, একটি ভ্যানিটি ব্যাগ, ২৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব, একটি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার, ১ লাখ ২১ হাজার ৪৫০ টাকার প্রসাধনী সামগ্রী এবং ৩ হাজার ২২৫ টাকা।

এ ছাড়া অভিযানে জব্দ হওয়া মাদকের মধ্যে রয়েছে ৩২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩৬৩ ইয়াবা ও ২ গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় ৫৬টি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে দিনে-দুপুরে আইনজীবীর ব্যাগ ছিনতাই

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম
রাজধানীতে দিনে-দুপুরে আইনজীবীর ব্যাগ ছিনতাই
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (৫৬) নামে এক আইনজীবী। 

রবিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে উত্তরা হাইস্কুল ও কাস্টমস অফিসের মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন।

পুলিশ বলছে, ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ভুক্তভোগী বলেন, ‘রবিবার বেলা আড়াইটার দিকে উত্তরা-১৩ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ রোডের ইনকাম ট্যাক্স অফিস থেকে বের হয়ে রিকশাযোগে উত্তর ৭ নম্বর সেক্টরের উদ্দেশে রওনা দিই। পথে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি মোটরসাইকেলে করে পেছন থেকে এসে আমার রিকশার পাশে অবস্থান নেয়। হঠাৎ করে আমার অফিশিয়াল ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা দ্রুতগতিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের দিকে পালিয়ে যায়।’ 

তিনি বলেন, ‘ব্যাগটিতে গুরুত্বপূর্ণ আয়করসংক্রান্ত নথি, একটি ট্যাক্স বই ও নগদ ১০ হাজার টাকা ছিল।’ 

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ পর্যালোচনা করে দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা!

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০১:২২ পিএম
মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা!
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় নামাজরত অবস্থায় বাবা কেএএম রিন্টুকে  (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনায়  অভিযুক্ত ছেলে কেএএম রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কেএএম রিন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেএএম রিন্টু তার ছেলে রিফাতকে প্রায়ই মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতেন। পরে শনিবার ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নেন তিনি। এরই জের ধরে রাত ৮টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পিছন থেকে ছুরিকাঘাত করে মাদরাসাছাত্র ছেলে রিফাত। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত কেএএম রিন্টুকে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

মিজানুর/মেহেদী/

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, ভ্যানচালক আটক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:২২ এএম
আপডেট: ২২ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা, ভ্যানচালক আটক
ভ্যানচালক জসিম মোল্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। 

জসিম উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জসিম ভ্যান চালিয়ে লক্ষ্মীপাশার একটি গ্রামে যায়। পরে পানি খাওয়ার উদ্দেশে একটি বাড়িতে গিয়ে ১৩ বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়ালঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে এ ঘটনা দেখে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা জসিমকে আটক করে লোহাগড়া থানা পুলিশকে খরব দেন। খবর পেয়ে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম মোল্যাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

শরিফুল/পপি/

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে সুমন বাহিনীর ৫ জন আটক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট: ২২ মার্চ ২০২৫, ১১:২৬ এএম
মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে সুমন বাহিনীর ৫ জন আটক
ছবি : খবরের কাগজ

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ ছিঁচকে চোরকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ চোরকে আটক করে।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), খুলনা জেলার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। 

আটকদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'কুখ্যাত সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে যাবে। গোয়ন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল ভদ্রা ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। জব্দ আলামতসহ আটকদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রিফাত মাহামুদ/জোবাইদা/