
রাজধানীর লালবাগ এলাকায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জনিকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গতকাল শনিবার র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে আসামি মো. জনি (৩১) ও তার ৬-৭ জন সহযোগী ওই বাড়ির কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে। তল্লাশিকালে কোনো কিছু না পেয়ে জনিসহ অপর আসামিরা ভিকটিমকে তার নিজ কক্ষে এবং বান্ধবীকে রান্না ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে।
তাপস কর্মকার বলেন, মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় লালবাগ থানার নবাবগঞ্জ রোডে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়।