
রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। একই সঙ্গে মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- মো. নাজিম হোসেন (২১) এবং রুপা বেগম ওরফে জান্নাতি (২৩)।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর ভিকটিমের ফ্ল্যাট থেকে একটি ধারালো বঁটি, চাকু, রক্তমাখা জামা-কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়।
উত্তরাখান থানা সূত্রে জানা যায়, ১০ মার্চ রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয়তলা বিল্ডিংয়ের চতুর্থ তলার ৬নং ফ্ল্যাটে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া খুন হন। তার ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে ১১ মার্চ উত্তরখান থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, সাইফুর রহমান ভূঁইয়া ৩-৪ মাস ধরে উত্তরখানে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করছিলেন। ১০ মার্চ বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শয়নকক্ষে ফেলে রেখে যান। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলা করার পর পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সাহায্যে হত্যার রহস্য উদ্ঘাটন করে এবং ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দুই হত্যাকারীকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা উপাধ্যক্ষকে আক্রমণের কথা স্বীকার করেছেন। আসামিরা জানায়, ঘটনার ২-৩ দিন পূর্বে কমলাপুর রেলস্টেশনে ভিকটিম সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় এবং তিনি তাদের ফ্ল্যাটে নিয়ে আসেন। এর পর তাদেরকে ফ্ল্যাটে আটকে রেখে রুপা বেগমের ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করে। একপর্যায়ে নির্যাতন থেকে মুক্তি পেতে এবং অতিরিক্ত রাগ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে ধারালো বঁটি দিয়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে আঘাত করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
তাওফিক/