ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক ২ কর্মকর্তা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১০ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম
ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক ২ কর্মকর্তা
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষ নেওয়ার সময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ মার্চ) দুপুরে হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. আব্দুল হান্নান আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী মো. আব্দুল হামিদ অবসরকালীন সুবিধা পেতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। তবে তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আব্দুল হামিদ দুদক কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা করেন। এর পর সোমবার দুপুরে আব্দুল হামিদ চাহিদামতো ৫ হাজার টাকা দেওয়ার সময় দুদক কর্মকর্তারা উপস্থিত থেকে অডিটর মো. আব্দুল হান্নানকে হাতেনাতে আটক করেন। একই সঙ্গে প্রধান অভিযুক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়।

দুদক কর্মকর্তা আজমির শরিফ মারজী বলেন, 'আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।'

নবীন/মেহেদী/

সিলেটে চা বাগানে ছুরিকাঘাতে কলেজছাত্র হত‍্যা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ এএম
সিলেটে চা বাগানে ছুরিকাঘাতে কলেজছাত্র হত‍্যা
তুষার আহমদ চৌধুরী

সিলেটে ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের এক কলেজছাত্রকে হত‍্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার শাহী ঈদগাহ খেলার মাঠের পাশে দলদলি চা-বাগানে সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এরপর রাত ১২টায় এ ঘটনায় জড়িত সন্দেহে আহমদ জাবেদ (১৯) নামের এক যুবককে আম্বরখানা এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত তুষার রাতে বন্ধুদের সঙ্গে শাহী ঈদগাহ সংলগ্ন দলদলি চা-বাগানের দিকে গিয়েছিলেন। সেখানেই ছুরিকাহত হন তুষার। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত তুষার কলেজছাত্র। শাহী ঈদগাহ মাঠের বিপরীত দিকের মহল্লা রায়নগরের বাসিন্দা। তার বাবা একজন আইনজীবী।

ঘটনা নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, কিশোর গ্যাং তৎপরতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

আরেকটি সূত্র জানায়, তুষার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ছিলেন। খেলার মাঠের পাশে চা বাগান এলাকায় আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। 

তিনি খবরের কাগজকে বলেন, ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মরদেহ পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানার চেষ্টা করা হবে।

অমিয়/

ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে কাভার্ডভ্যান চালক নিহত

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম
ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে কাভার্ডভ্যান চালক নিহত
নিহত আহসান উল্লাহ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামে কাভার্ডভ্যানের এক চালক নিহত হয়েছেন। 

রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ প্রাণ আরএফএল কোম্পানির কাভার্ডভ্যান চালক।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, আহসান উল্লাহ তার বাসার সামনের একটি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাওন খন্দকার/অমিয়/

ফুলবাড়িয়ায় চুরির অপবাদে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৯:১১ এএম
ফুলবাড়িয়ায় চুরির অপবাদে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা
ছবি : খবরের কাগজ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চুরির অপবাদে বাবা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর একটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

নিহতরা হলেন- উপজেলার নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামের আবদুল গফুর (৫০) ও তার ছেলে মেহেদী হাসান (১৫)।

আটকরা হলেন- পলাশীহাটা গ্রামের মো. রিপন (৩২), নাওগাঁও গ্রামের মৃত সাবান আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৬৫) ও মজিবুর রহমানের ছেলে আল আমিন (১৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল গফুরের প্রতিবেশি এক প্রবাসীর বাড়িতে গত দুদিন আগে চুরির ঘটনায় বেলা ১১টার দিকে সালিশ বসানো হয়। সালিশের ডাকে হাজির না হওয়ায় সেখানে থাকা লোকজন আবদুল গফুরের বাড়িতে দুপুর একটার দিকে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরে আবদুল গফুরের বাড়িতে ভাঙচুর শুরু করে সালিশের লোকজন। এ সময় আবদুল গফুর ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান খবরের কাগজকে বলেন, বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/অমিয়/

কচুয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৭ পিএম
কচুয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিএনজিতে থাকা নুরুল হকের মরদেহ। ছবি: খবরের কাগজ

কচুয়ার বিতারায় যুবলীগ নেতা নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার ১২ এপ্রিল রাত ১০টার সময় উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল হক বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে এবং বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

নিহতের স্ত্রী জাহানারা বেগম বলেন, 'শনিবার রাত সাড়ে নয়টায় আমার স্বামী ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে ডান হাত কেটে ফেলে ও হত্যা করে তাদের উঠানে ফেলে রাখে।'

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জাহানারা বেগম ও ভাই মহসিন দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

সঞ্জিব/মেহেদী/

নোয়াখালীতে কাদের মির্জার সহযোগীকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
নোয়াখালীতে কাদের মির্জার সহযোগীকে পিটিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী আবদুল কাদের মিলন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডে ওই গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের মিলন চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে এবং চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি স্থানীয় আল মদিনা সমাজের সহসভাপতি এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন রাত সাড়ে ১০টার দিকে ফেনীর দাগনভুইয়া থেকে ছোটভাই আবদুর রহিম রাকিবের সিএনজিচালিত রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে একদল যুবক তাকে ফ্যাসিস্ট পালাচ্ছে বলে বেদম পিটুনি দেয়। 

নিহতের ভাই আবদুর রহিম রাকিব বলেন, 'আমরা বাড়ি যাওয়ার সময় চরপার্বতীর চুকানীর টেক থেকে একদল যুবক মোটরসাইকেলযোগে আমাদের গাড়িকে অনুসরণ করে। পরে রহিমিয়া এতিমখানার কাছে পৌঁছলে তারা ধর ধর বলে আক্রমণ করে আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। তাদের হাতেপায়ে ধরেও ভাইকে বাঁচতে পারিনি।'

জানা গেছে, খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মিলনকে উদ্ধারে গেলেও হামলাকারীদের রোষানলে পড়ে উদ্ধারে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী মিলনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আবদুল আহাদ বলেন, আবদুল কাদের নামে একজন রোগীকে রাত ১২টা ৫৫ মিনিটে জরুরি বিভাগে আনা হয়। পরে অবস্থার অবনতি দেখে রাত ১টা ১০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, 'ঢাকা নেওয়ার পথে আমার স্বামী মারা যান। মিলন ৫ আগস্টের পর থেকে বাড়ি ছাড়া। তিনি সম্প্রতি ওমরা শেষে দেশে আসেন। আমার বড়ভাই ইউসুফ আলী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে দেখতে মিলন বাড়ি আসতেছিল। পথে বিএনপি-জামায়াতের সমর্থকরা তাকে পিটিয়ে হত্যা করেছে। তার হাতে থাকা ঠিকাদারির লেনদেনের হিসাবসহ মোবাইল ফোনটি সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি এ হত্যার বিচার চাই।'

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, মিলন হত্যাকাণ্ডে জামায়াত-বিএনপির কেউ জড়িত নয়। গত ১৬ বছর তিনি যাদের ওপর অত্যাচার-নির্যাতন করেছেন তারাই মিলনকে হত্যা করেছে। হামলাকারীদের মধ্যে জামায়াত-বিএনপির কেউ আছে কিনা তা আমার জানা নেই।'

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল কাদের মিলন একজন ঠিকাদার। তিনি মেসার্স মিলন এন্টারপ্রাইজের মালিক। কোম্পানীগঞ্জে তার দায়িত্বে থাকা মেসার্স তানভীর এন্টারপ্রাইজের কোটি টাকার কাজ নিয়ে একটি মহলের সঙ্গে মিলনের ১৩ লাখ টাকার লেনদেন রয়েছে। ওই টাকা চাওয়ায় মহলটি তার উপর ক্ষুব্ধ ছিল। এ নিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।'

 কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, 'খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনীর যৌথদল মিলনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।' 

মজনু/মেহেদী/