
ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্র মিলন হোসেনকে অপহরণের ২৫ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. সেজান আলী। তিনি এলাকায় কথিত সাংবাদিক হিসেবে পরিচিত। তবে আরেক অভিযুক্তের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
এর আগে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকায় অপহরণকারী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে মিলনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি মিলন রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন। অপহরণকারীরা ঘটনার দিন রাত ১টায় মিলনের পরিবারকে মোবাইলে অপহরণের বিষয়টি জানায়। পরে তিন দফায় ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তবে টাকা দেওয়ার পরও মিলনকে জীবিত ফেরত দেওয়া হয়নি।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম, কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। মিলনকে খুনের বিষয়টি তারা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের কাজ চলছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার পর উত্তেজিত জনতা সেজান আলীর বাড়িতে আগুন দেন। এ সময় তার বাড়ির দুটি ঘর পুড়ে যায়।
নবীন/পপি/