ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে অপহরণ, ২৫ লাখ দিয়েও জীবিত পাননি ছেলেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে অপহরণ, ২৫ লাখ দিয়েও জীবিত পাননি ছেলেকে
মিলন হোসেন

ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্র মিলন হোসেনকে অপহরণের ২৫ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. সেজান আলী। তিনি এলাকায় কথিত সাংবাদিক হিসেবে পরিচিত। তবে আরেক অভিযুক্তের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

এর আগে বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকায় অপহরণকারী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে মিলনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি মিলন রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন। অপহরণকারীরা ঘটনার দিন রাত ১টায় মিলনের পরিবারকে মোবাইলে অপহরণের বিষয়টি জানায়। পরে তিন দফায় ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তবে টাকা দেওয়ার পরও মিলনকে জীবিত ফেরত দেওয়া হয়নি।  

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম, কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। মিলনকে খুনের বিষয়টি তারা স্বীকার করেছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধারের কাজ চলছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এ ঘটনার পর উত্তেজিত জনতা সেজান আলীর বাড়িতে আগুন দেন। এ সময় তার বাড়ির দুটি ঘর পুড়ে যায়। 

নবীন/পপি/

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম
শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি গলিতে বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা। ভিডিও থেকে নেওয়া ছবি

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্টওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি-শার্ট। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি করেন এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি সোনার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। পরে তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। 

মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা!

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
মেয়েকে ইভটিজিং, প্রতিবাদ করায় বাবাকে হত্যা!
ছবি: খবরের কাগজ

রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

নিহত বাসচালকের পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে ইভটিজিং করত। এ নিয়ে প্রতিবাদ করায় আকরাম হোসেনের বাড়িতে গিয়ে ওই যুবকরা হুমকি দিয়ে আসে। একপর্যায়ে বুধবার রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে আঘাত করে আহত করে ওই এলাকার নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হোসেন বলেন, 'বুধবার রাতে বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনারের পাশে উভয় পক্ষের মারামারিতে একজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে অনন্ত বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে একটি হত্যা মামলা করেছেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।' 

মেহেদী/

মোহাম্মদপুরে অভিযানে গ্রেপ্তার ৫

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এএম
মোহাম্মদপুরে অভিযানে গ্রেপ্তার ৫
খবরের কাগজ গ্রাফিকস

রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা-পুলিশ গত মঙ্গলবার দিনগত রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম (২৩), শাহাদাত (২১), খোকন (৩৭), আমজাদ আলী বাবু (৩০) ও কামরুল ইসলাম (২১)।

বুধবার (১৬ এপ্রিল) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান খবরের কাগজকে জানান, মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, মাদক মামলায় দুজন ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের ওই সব মামলায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পিরোজপুর এলজিইডি অফিসে ১১০১ কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার ৫

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৬ এএম
পিরোজপুর এলজিইডি অফিসে ১১০১ কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার ৫
দুর্নীতি দমন কমিশন, পিরোজপুর। ছবি: সংগৃহীত

পিরোজপুর এলজিইডি অফিসে ১ হাজার ১০১ কোটি টাকার দুর্নীতির ঘটনায় জেলা হিসাবরক্ষণ অফিসের চার কর্মকর্তা ও এলজিইডির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) রাতে গ্রেপ্তারদের সদর থানা হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে আটটি মামলা করেন। পরদিনই অভিযুক্তদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর সীমাহীন দুর্নীতির অভিযোগে পিরোজপুর এলজিইডি অফিস জাতীয় আলোচনায় উঠে আসে।

পরবর্তী সময়ে স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে একাধিক তদন্ত টিম পাঠানো হয়। তদন্তে উঠে আসে, কাজ সম্পন্ন না করেই আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে, যার মধ্যে ১ হাজার ১০১ কোটি টাকার ব্যয়ে ভয়াবহ গরমিল পাওয়া যায়।

দুদকের সর্বশেষ তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে দায়ীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।

এলজিইডি ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

হাসিবুল/তাওফিক/

সিলেটে চা বাগানে ছুরিকাঘাতে কলেজছাত্র হত‍্যা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭ এএম
সিলেটে চা বাগানে ছুরিকাঘাতে কলেজছাত্র হত‍্যা
তুষার আহমদ চৌধুরী

সিলেটে ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের এক কলেজছাত্রকে হত‍্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার শাহী ঈদগাহ খেলার মাঠের পাশে দলদলি চা-বাগানে সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এরপর রাত ১২টায় এ ঘটনায় জড়িত সন্দেহে আহমদ জাবেদ (১৯) নামের এক যুবককে আম্বরখানা এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত তুষার রাতে বন্ধুদের সঙ্গে শাহী ঈদগাহ সংলগ্ন দলদলি চা-বাগানের দিকে গিয়েছিলেন। সেখানেই ছুরিকাহত হন তুষার। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত তুষার কলেজছাত্র। শাহী ঈদগাহ মাঠের বিপরীত দিকের মহল্লা রায়নগরের বাসিন্দা। তার বাবা একজন আইনজীবী।

ঘটনা নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, কিশোর গ্যাং তৎপরতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

আরেকটি সূত্র জানায়, তুষার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ছিলেন। খেলার মাঠের পাশে চা বাগান এলাকায় আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। 

তিনি খবরের কাগজকে বলেন, ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মরদেহ পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানার চেষ্টা করা হবে।

অমিয়/