ছবি: খবরের কাগজ
রাজধানীর পল্লবী ও কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মোহাম্মদ সিফাত ওরফে রিফাত (২০) ও মোহাম্মদ রকি (৩১) নামে দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (২২ জুন) রাতে এ দুটি ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের গভীর রাতে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৩ জুন) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পৃথক ঘটনায় উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
গত রবিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী-১১ নম্বর সেকশনে বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ সিফাতকে ছুরিকাঘাত করে তার বন্ধু আসিফ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
সিফাত গত বছর জান্নাত একাডেমী থেকে এসএসসি পাস করেন।
নিহতের বাবা মোহাম্মদ শাহিন বলেন, ‘রবিবার রাতে রিফাতের সঙ্গে তার বন্ধু আসিফের প্রেমিকা প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ ক্ষিপ্ত হয়ে রিফাতকে ছুরিকাঘাত করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।’
অন্যদিকে গত রবিবার রাত ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর মাদবর বাজার বেরিবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে মোহাম্মদ রকিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ রুবেল জানান, মাদবর বাজার বেরিবাঁধ এলাকায় পলাশ মেম্বারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এবং রাস্তায় ফেলে রাখেন।
তিনি জানান, রকি বেরিবাঁধ এলাকার মেম্বার গলির মোহাম্মদ আমানে ছেলে। তিনি ব্যবসা করতেন। তবে মেম্বার পলাশের সঙ্গে কি নিয়ে শত্রুতা ছিল, তা জানা যায়নি।
জাহাঙ্গীর/পপি/