
সিরাজগঞ্জের চৌহালীতে তাঁরা মিয়া নামে এক খামারীকে হত্যা করে তার চারটি গরু নিয়ে গেছে ডাকাত দল।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী খামারে এ ঘটনা ঘটে।
নিহত তাঁরা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাষাবাদ ও গরু পালনের জন্য তাঁরা মিয়া তার নাতি মো. ইব্রাহিমকে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে থাকতেন। রাতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি এবং পরে তাঁরা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর চারটি গরু নিয়ে ডাকাতরা নৌকায় করে পালিয়ে যায়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, যেখানে ডাকাতি হয়েছে সেটা নির্জন চর। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরাজুল/অমিয়/