
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খুলনায় একের পর এক খুন হচ্ছে। এসব হত্যাকাণ্ডের পেছনে মাদক কারবারি, পরকীয়া ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব রয়েছে।
সর্বশেষ রবিবার (২৫ মে) রাত ১২টার সময় খুলনার রূপসায় মো. রনি নামে এক যুবককে গুলি করে হত্যা ও নগরীর এমএ বারী সড়কে মো. গোলাম নামে আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ নিয়ে গত চার দিনে চারটি হত্যার ঘটনা ঘটল।
পুলিশ জানায়, রবিবার রাত ১২টার সময় রূপসার মোছাব্বরপুর গ্রামে রনিকে গুলি করা হয়। রাত সাড়ে ১১টার সময় রনির মোবাইলে একটি ফোন এলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কিছু দূরে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।
অন্যদিকে রাত সাড়ে ১২টার সময় নগরীর সোনাডাঙ্গার এম এ বারী সড়কে মো. হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার মো. আলী হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাতে রূপসার শ্রীফলতলায় স্ত্রীর পরকীয়ার জেরে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে মনি শেখ। একই সঙ্গে স্ত্রী তানজিলা বেগমকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়।