
ঢাকার সাভারে এক রাতের ব্যবধানে ছেলের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বৃদ্ধা মা ও দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে এক সবজি ব্যবসায়ীর। উভয় ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে পৃথক দুটি হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (২৬ মে) রাতে আশুলিয়া থানার শিমুলিয়া ও সাভার পৌরসভার নামাবাজার কোটবাড়ি মসজিদ এলাকায় আলাদা এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশুলিয়ার শিমুলিয়া ভাটিয়াকান্দি এলাকার বৃদ্ধা সুফিয়া বেগম ও সাভারের নামাবাজার এলাকায় নিহত সবজি ব্যবসায়ী দূর্জয় (৩০)। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আশুলিয়া থানা পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে শিমুলিয়ার ভাটিয়াকান্দি এলাকায় মাদকাসক্ত ছেলে আওলাদ হোসেন মাদকসেবনের টাকা না পেয়ে তার মা সুুফিয়া বেগমকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক ছেলেকেও আটকের চেষ্টা চলছে।
অপরদিকে মঙ্গলবার সকালে সাভার নামাবাজার এলাকার কোটবাড়ি মসজিদের সামনে থেকে দুর্জয় নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, আজ সকালে মসজিদের সামনে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। রাতে কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ইমতিয়াজ/অমিয়/