
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যার মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের (বড় সাজ্জাদ) ভাই ওসমান আলী ও ভাগনে মো. আলভিনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই আকবর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার (২৬ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলভিন ও ওসমান আলী চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফফর হোসেন ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
জানা গেছে, গত শুক্রবার (২৩ মে) রাতে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডা দেওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী আলী আকবরকে (ঢাকাইয়া আকবর) গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ মে) তিনি মারা যান।
এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।
এ ছাড়া এ ঘটনায় ওইদিন মহিম ইসলাম রাতুল নামে এক শিশু ও জান্নাতুল বাকি নামে এক দর্শনার্থীও গুলিবিদ্ধ হন।
র্যাব- জানায়, নিহত আলী আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামিদপুর পূর্ব মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। আসামিদের সঙ্গে তার দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও ব্যবসা-বাণিজ্য নিয়ে বিরোধ চলছিল। অভিযান চালিয়ে পুলিশ ওসমান আলী ও আলভিনকে র্যাব গ্রেপ্তার করেছে।
মেহেদী/