
জয়পুরহাটে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহম্মেদ পিয়ালকে (৩০) ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২৮ মে) দুপুরে জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পিয়াল জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইসলামনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পিয়াল তার নিজ এলাকার সড়কের পাশের একটি দোকানের সামনে বসে পানি পান করছিলেন। সেসময় কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পিয়ালকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বাচ্চু মিয়া খবরের কাগজকে বলেন, ‘আমার ছেলে মাদক বিক্রির জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাধা দিয়ে আসছিল। তাকে কয়েকমাস আগেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছিল। আজ তাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।’
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন বলেন, ‘কিছুদিন আগে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিয়ালকে কুপিয়ে আহত করে। এ নিয়ে একটি মামলাও হয়েছিল। আজকে তাকে হত্যা করা হলো। আমরা ধারণা করছি, তারাই এ হত্যা করেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি।’
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সাগর/পপি/