
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হযরত আলী দেওয়ান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মামুন।
বুধবার (১১ জুন) রাত ১১টার দিকে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী এলাকার দেওয়ানবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগেই পালিয়ে যায় মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলী দেওয়ানের ছোট ছেলে মামুনকে কয়েক দিন আগে মাদক মামলায় গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। এসব ঘটনা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে আলী দেওয়ান এশার নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘরের পাশে টিউবওয়েলের কাছে যান। এ সময় পেছন থেকে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মামুন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজান উদ্দিন খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামুনকে ধরতে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে।
রফিকুল/পপি/