অমর তারা
সারমিন চৌধুরী
দেশের তরে অকাতরে
দিল যারা প্রাণ,
তাদের স্মৃতি হৃদয়জুড়ে
রবে চির অম্লান।
বীরের বেশে যুদ্ধ করে
মরেও অমর তাই,
তাদের রক্তের বিনিময়ে
বিজয় জাতি পাই।
তারা শহিদ তারা গর্ব
গাই তাদের গান,
ভুলব না মোরা কভু
তাদের বলিদান।
এ দেশ পেয়ে ধন্য
মো. তাইফুর রহমান
ষড়ঋতুর এ দেশ আমার
খুবই পরিপাটি
অনেক দামি অনেক খাঁটি
মাতৃভূমির মাটি।
প্রজাপতি গল্প বলে
ফুলকলিদের কাছে
নদ-নদী আর সবুজ পাহাড়
কোথায় এমন আছে?
গাছে গাছে পাখ-পাখালি
মধুর সুরে ডাকে
খুকুমণি রংতুলিতে
দেশের ছবি আঁকে।
জ্ঞানী-গুণীর এ দেশ সেরা
এ দেশ পেয়ে ধন্য
কত মানুষ শহিদ হলো
প্রিয় দেশের জন্য।
বিজয়
শারমিন নাহার ঝর্ণা
বিজয় মানে খোলা আকাশ
উড়া স্বাধীন মনে,
বিজয় মানে মুক্ত পাখি
শান্তি প্রাণে প্রাণে।
বিজয় মানে খুশির হাসি
বিজয় মানে সুখ,
বিজয় মানে স্নিগ্ধ বাতাস
শীতল করে বুক।
বিজয় মানে ভোরের রবি
ছড়ায় খুশির আলো,
বিজয় মানে সুখের হাসি
কাটল আঁধার কালো।
বিজয় পতাকা
মো. দিদারুল ইসলাম
লাল সবুজের এই পতাকা
পাক বাহিনীর ভয়,
জীবন বাজি লড়াই করে
বীর বাঙালির জয়।
লাল সবুজের এই পতাকা
অপরূপের দেশ,
এই পতাকা পেয়ে আমরা
আনন্দিত বেশ।
লাল সবুজের এই পতাকা
বিজয়ের গান গাই,
বাংলাদেশের ঘরে ঘরে
সুখের ছোঁয়া পাই।
লাল সবুজের এই পতাকা
রক্তে কেনা ভাই,
এই পতাকা বুকে পুষে
দেশটা গড়ি তাই।