
খোকাখুকুর নাচ
নকুল শর্ম্মা
খোকাখুকু নাচছে তা ধিন
গাইছে সুখে গান,
মিষ্টি মুখের হাসি দেখে
যায় জুড়িয়ে প্রাণ।
ময়না টিয়ে গয়না পরে
অবাক চোখে চায়,
খোকার পায়ে রঙিন জুতা
নূপুর খুকুর পায়।
ময়না বলে শুনরে টিয়ে
খুকুর নূপুর দেখ,
হিংসে করে তুই রে আবার
করিস নে প্যাঁকপ্যাঁক।
টিয়ে বলে আরে ময়না
তুইতো একটা বোকা,
খোকাখুকুর নাচন দেখে
খাসনে গিলে পোকা।
ছড়ার পাঠশালা
এনাম আনন্দ
সেদিন দেখলাম শেয়াল পণ্ডিত
পাঠশালাতে পড়ায়
পাঠশালাটা উৎসবমুখর
মজার মজার ছড়ায়।
রঙিন ছড়া-সবুজ ছড়া
হলুদ-সাদা-নীল
পণ্ডিত মশাই খুব দয়ালু
ইয়া বড় দিল।
ছড়া পড়ায় মাথা ঝাঁকায়
একটি ছড়া কালো
সেই ছড়াটি শেয়াল পণ্ডিত
পড়ান ভীষণ ভালো।
গলা ছেড়ে পড়ে তারা
হুক্কাহুয়া হুক্কা
আম ফল মিঠা জাম ফল মিঠা
তেঁতুল ভীষণ চুক্কা।
ছড়া প্রেমিক ঘোড়া
কোমল দাস
বল্টু জানিস, দাদার ঘোড়া
অনেক কথা বলে,
ভীষণ তেজি, দেখতে দারুণ
টগবগিয়ে চলে।
মাঝে মাঝেই বলতে থাকে
ছড়া ভালোবাসি,
লোকের মতোই হাসতে পারে
খুব সুন্দর হাসি।
বলতে পারে অনেক ছড়া
আধো আধো গলা,
কেন আমায় বললিরে তুই
বাদ দে মিথ্যে বলা?
বলছি না ভাই মিথ্যে কথা
নয় রে এটা ধাঁধা,
কথা বলা খেলনা ঘোড়াই
কাল কিনেছেন দাদা।