আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক পাঁচ ধরনের মূল্যমানের টাকার নতুন নোট বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে গ্রাহকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
মোট সাত কর্মদিবস চালু থাকবে সর্বসাধারণের জন্য এ নতুন নোট বিতরণ কর্মসূচি। আগামী ৩১ মার্চ হতে শুরু হয়ে চলবে এপ্রিল মাসের ৯ তারিখ পর্যন্ত। এ লক্ষ্যে রাজধানী ও আশেপাশে অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের মোট ৮০ শাখায় নতুন নোট সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সামনে রেখে নতুন মুদ্রা ছাপা হয়। এর পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয় মুদ্রানীতির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে। এ ছাড়াও, প্রতিবছর বাজার থেকে পুরোনো, জীর্ণ ও ছেঁড়া নোট প্রতিস্থাপনও হয় নতুন নোট ছাপার মাধ্যমে।
রাজধানীর যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে- জনতা ব্যাংক পোস্তগোলা শাখা, এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, উত্তরা ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংক ইসলামপুর শাখা, জনতা ব্যাংক হাটখোলা রোড শাখা (মহিলা), ওয়ান ব্যাংক লালবাগ শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, জনতা ব্যাংক টিএসসি করপোরেট শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, যমুনা ব্যাংক গুলশান করপোরেট শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, এসবিএসি বিজয়নগর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, ট্রাস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংক অ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, আইএফআইসি ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, সাউথইস্ট ব্যাংক ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংক লোকাল অফিস শাখা, মার্কেন্টাইল ব্যাংক মেইন ব্রাঞ্চ দিলকুশা, এনআরবিসি ব্যাংক ধানমন্ডি শাখা, ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখা, যমুনা ব্যাংক লালমাটিয়া শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রায়ের বাজার শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা, উত্তরা ব্যাংক বাবু বাজার শাখা, দি সিটি ব্যাংক মগবাজার শাখা, এনসিসি ব্যাংক মগবাজার শাখা, শাহজালাল ইসলামী ব্যাংক মালিবাগ চৌধুরীপাড়া শাখা, সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখা, ডাচ্-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা, ডাচ্-বাংলা ব্যাংক মিরপুর শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, ঢাকা।