দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) বুধবার (১১ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৯২ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৩টি কোম্পানির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।
ডিএসইতে এদিন মোট ৬২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
এদিন অগ্নি সিস্টেমস লিমিটেডের ৩২ কোটি ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২২ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বাংলাদেশে সাবমেরিন ক্যাবলস পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এদিন ডিএসইতে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।
এদিন নিউলাইন প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৬১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, লিব্রা ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের দর কমেছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৫ শতাংশ।
গতকাল দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রানার অটোমোবাইলস পিএলসি, কোহিনূর কেমিক্যালস কোম্পানি লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৪৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৫৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬১ পয়েন্টে, শরিয়া সূচক ৫.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১.২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।