নানা সমালোচনার মধ্যেই ভারতে রপ্তানি হচ্ছে দেশের রূপালি ইলিশ। গত ২৬ সেপ্টেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম ইলিশের চালান যায়।
রবিবার (৬ অক্টোবর) পর্যন্ত এই বন্দর দিয়ে ৭টি চালানে মোট ৪১১ টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
যার প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ২০০ টাকা। ২৪ সেপ্টেম্বর ৪৯ জন রপ্তানিকারককে ২ হাজার ৪২০টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮ জনকে ৫০ টন করে ও একজনকে ২০ টন মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
দুর্গাপূজা উৎসব উপলক্ষে বাংলাদেশের পক্ষ থেকে ২০১২ সাল থেকে ভারতে পদ্মার ইলিশ রপ্তানি করা হয়। আগের সরকারগুলো একে বলত, ‘উপহারের ইলিশ’। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ না পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানায়। পরে অবশ্য অবস্থান পরিবর্তন করে ভারতে ইলিশ রপ্তানি করছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল বন্দর দিয়ে ৫ অক্টোবর পযন্ত ১৩১ ট্রাকে ৪১১ টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। সর্বশেষ গত শনিবার ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। গতকাল রবিবার মাছ আমদানি বন্ধ রাখে ভারত। এজন্য গতকাল (৬ অক্টোবর) ইলিশ রপ্তানি হয়নি।
তিনি আরও জানান, ৩ অক্টোবর ৩০ ট্রাকে ৯২ টন, ১ অক্টোবর ২৩ ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, ৩০ সেপ্টেম্বর ৩০ ট্রাকে ৮৯ টন, ২৯ সেপ্টেম্বর ছয় ট্রাকে ১৯ টন, ২৮ সেপ্টেম্বর ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি এবং ২৬ সেপ্টেম্বর ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। রাশেদুল সজিব নাজির বলেন, রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
এদিকে কম দামে ভারতে ইলিশ রপ্তানি হওয়ায় ক্ষুব্ধ যশোরের মানুষ। দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হলেও ভারতে রপ্তানি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। এটি কীভাবে সম্ভব তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা-সমালোচনা। সাম্প্রতিক বছরগুলোয় ইলিশের আহরণ বাড়লেও দেশের বাজারে দাম বেশ চড়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এ মাছের দাম। কেন কম দামে এ মাছ ভারতে রপ্তানি করা হচ্ছে সেটাই সবার প্রশ্ন।
যশোর পৌর নাগরিক নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, ‘ইলিশ মাছ ভারতে রপ্তানি নিয়ে দেশে রীতিমতো রাজনীতি চলে। বিগত দিনে বাংলাদেশ সরকারের একটি রেওয়াজ ছিল, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ মাছ রপ্তানি করা।
দেশের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ ছাড়া তাদের এ উৎসবের পূর্ণতা পায় না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের অন্তর্বর্তী সরকার চলতি মৌসুমে প্রথমে ঘোষণা দিয়েছিল ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। পরে এ সিদ্ধান্ত থেকে সরে এসে গত ২৫ সেপ্টেম্বর ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেন বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি বিভাগের প্রধান নিয়ন্ত্রক। কম দামে ভারতে ইলিশ রপ্তানি করায় সাধাররণ মানুষ ক্ষুব্ধ।’
কম দামে ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ‘ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। এ কারণে পুরোনো দামেই মাছটি রপ্তানি হচ্ছে।’ আগামীতে ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সংগতি রেখে রপ্তানি মূল্য সমন্বয় হতে পারে বলে তিনি ধারণা করেন।