সৌদি আরবের সরকারি রিজার্ভ অ্যাসেট (বিনিয়োগ করা রিজার্ভ) চলতি বছরের আগস্ট মাসে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন সৌদি রিয়ালে (৪৬৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার) পৌঁছেছে, যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে গত বছরের একই সময়ের তুলনায় রিজার্ভ বেড়েছে ১০ শতাংশ। সৌদির কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের
এসএএমএ (সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথোরিটি) নামে পরিচিত সৌদি কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এই অ্যাসেটের মধ্যে স্বর্ণ, বিশেষ আহরণ অধিকার বা এসডিআর (আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সৃষ্ট একটি আন্তর্জাতিক মুদ্রামান), আইএমএফে সৌদি আরবের অংশীদারত্বের মূল্য (আইএমএফ রিজার্ভ পজিশন) ও বৈদেশিক রিজার্ভ রয়েছে। মোট রিজার্ভের মধ্যে বিদেশি মুদ্রা, আমানত ও বৈদেশিক সিকিউরিটিতে বিনিয়োগ ছিল ৯৫ শতাংশ, যার পরিমাণ ১ দশমিক ৬৭ ট্রিলিয়ন সৌদি রিয়ালের সমান। এসব খাতের থেকে রিজার্ভ বেড়েছে সবচেয়ে বেশি। যার প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬২ শতাংশ। প্রসঙ্গত, কোনো দেশ আইএমএফ থেকে কত টাকা তুলতে পারে, তার একটি নির্দিষ্ট পরিমাণ হলো আইএমএফ রিজার্ভ পজিশন। এটি মূলত একটি দেশের আইএমএফ-এ থাকা জমা অর্থের মতো।
আগস্ট মাসের পরিসংখ্যানে আরও দেখা গেছে, মোট রিজার্ভের মধ্যে ৫ শতাংশ বা ৭৯ দশমিক ৩৫ বিলিয়ন সৌদি রিয়াল ছিল বিশেষ আহরণ অধিকার থেকে। আগস্ট মাসে এটি ২ শতাংশ বেড়েছে।
খবরে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকে আরও শক্তিশালী করার জন্য এসডিআর নামে একটি বিশেষ ধরনের মুদ্রা সৃষ্টি করে। এই এসডিআরের মূল্য নির্ধারিত হয় বিশ্বের কয়েকটি প্রধান মুদ্রা, যেমন- মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ডের ওপর ভিত্তি করে। এই মুদ্রাগুলোকে একসঙ্গে মুদ্রার বাস্কেট বলা হয়। এই বাস্কেটের মূল্যের ওঠানামার ওপর ভিত্তি করে এসডিআরের মূল্যও পরিবর্তিত হয়। প্রয়োজন হলে এগুলো সরকারগুলোর মধ্যে স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রা হিসেবে বিনিময় করা যেতে পারে।
এসডিআরগুলো প্রয়োজনের সময় অতিরিক্ত তারল্য সহায়তা দিতে পারে, বিনিময় হার স্থিতিশীল রাখে, হিসাবের একক হিসাবে কাজ করে এবং আন্তর্জাতিক বাণিজ্য এবং আর্থিক স্থিতিশীলতা সহজতর করে।
সৌদি আরবের আইএমএফ রিজার্ভ পজিশন ছিল প্রায় ১৩ বিলিয়ন সৌদি রিয়াল। কিন্তু এই সময়ের মধ্যে তা ৯ শতাংশ কমেছে। রিজার্ভ পজিশন মূলত, একটি দেশ শর্ত ছাড়া আইএমএফ থেকে যে পরিমাণ ঋণ নিতে পারে তার পরিমাণ।
বৈদেশিক মুদ্রাসহ সৌদি আরবের রিজার্ভের পরিমাণ ছিল বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস অনুযায়ী, ফেব্রুয়ারি পর্যন্ত সৌদির রিজার্ভ কভারেজ অনুপাত ছিল সাড়ে ১৬ মাসের বর্তমান বৈদেশিক ব্যয় মেটানোর সমান। অর্থাৎ তারা তাদের আগামী সাড়ে ১৬ মাসের সব লেনদেনের বৈদেশিক পরিশোধ এই রিজার্ভ থেকে করতে পারত।
এই উচ্চ অনুপাতটি রাজ্যের দীর্ঘ সময়ের জন্য তার বৈদেশিক আর্থিক দায়বদ্ধতা পূরণ করার সক্ষমতার প্রমাণ। এটি নিশ্চিত করে যে, দেশটি বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মুখেও স্থিতিশীল থাকবে। এটি একই সঙ্গে একটি আর্থিক নিরাপত্তা বেষ্টনী (ফিন্যান্সিয়াল বাফার) হিসেবে কাজ করে, যা জ্বালানি তেলের দামের ওঠানামা, ভূ-রাজনৈতিক উত্তেজনা বা বিশ্ববাজারের গতিপ্রকৃতির পরিবর্তনগুলোর মতো বহিঃস্থ চাপ সামলাতে সক্ষম করে। সেই সঙ্গে এটি সৌদি আরবের অর্থনীতিতে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তা সরকারের দায়বদ্ধতা পূরণ করার ক্ষমতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ইঙ্গিত দেয়।
সৌদি আরব তাদের ভিশন ২০৩০ কাঠামোর অংশ হিসেবে একটি রূপান্তরশীল ও প্রসারমূলক কৌশলের মধ্য দিয়ে যাচ্ছে, যার মধ্য দিয়ে দেশটি তাদের অর্থনীতিকে জ্বালানি তেলের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে পর্যটন, প্রযুক্তি, অবকাঠামো ও নবানযোগ্য জ্বালানির মতো খাতগুলো সৌদি আরবের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মূল্য লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে এবং দেশটির লক্ষ্যমাত্রা ২০৩০ পূরণ করার জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ।
এসব উচ্চাভিলাষী উদ্যোগের ফলে সরকারি ব্যয় সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং পূর্বাভাস অনুযায়ী, যখন ব্যয় বাড়তে শুরু করবে তখন তথা মধ্যবর্তী সময়ে বাজেট ঘাটতির সম্ভাবনা রয়েছে।
এই ব্যয়-সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও সৌদি আরব একটি শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে। রাজ্যের অনুকূল সরকারি ও ঋণ রেটিং, সেই সঙ্গে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে দেশটির অর্থনীতি বড় হচ্ছে। এসব কারণে এমন ব্যয় ও সম্ভাব্য ঘাটতি কার্যকরভাবে পরিচালনা করার সুযোগ পাবে দেশটি।