ঢাকা ২৯ অগ্রহায়ণ ১৪৩১, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

১৫ দিনের মধ্যে বিধিমালা সংশোধন চায় রিহ্যাব

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:৪২ এএম
১৫ দিনের মধ্যে বিধিমালা সংশোধন চায় রিহ্যাব
বোর্ডসভায় রিহ্যাবের নেতারা। ছবি:সংগৃহীত

আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণ বিধিমালা সংশোধন না করলে রিহ্যাব সদস্য ও জমির মালিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একই সঙ্গে এখন থেকে রিহ্যাব সদস্য বিদ্যমান বিধিমালা ২০০৮ এবং বিএনবিসি ২০২০ অনুসারে বিল্ডিং প্ল্যানের আলোকে ভবন নির্মাণ করবে বলেও জানায় রিহ্যাব।

সোমবার (১১ নভেম্বর) রিহ্যাবের বোর্ড সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় রিহ্যাব নেতারা ড্যাপ এবং বিধিমালা সংশোধনে সময় ক্ষেপণ করায় চরম ক্ষোভ প্রকাশ করেন।

আয়োজিত সভায় রিহ্যাব নেতারা বলেন, বিধিমালা সংশোধনে রাজউক এর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অংশীজনদের নিয়ে একাধিক সভা হয়। রাজউক চেয়ারম্যান ১০ কার্যদিবসের মধ্যে রিহ্যাবের কাছে প্রস্তাবনা চান। রিহ্যাবের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে (৭ দিনের মধ্যে) বিধিমালা সংশোধনের বিস্তারিত প্রস্তাবনা দেওয়া হয়।

আবাসন ব্যবসায়ীরা বলেন, রিহ্যাব তার কথা রাখলেও বিভিন্ন সময় রাজউক বিধিমালা সংশোধনে একাধিকবার আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে পুরো আবাসন খাতে স্থবিরতা নেমে এসেছে। বৈষম্যমূলক নতুন নিয়মে জমির মালিকরা জমি ডেভেলপ করার জন্য কোনো জমি দিতে রাজি হচ্ছে না। ফলে ফ্ল্যাটের শূন্যতা তৈরি হচ্ছে এবং দ্রুত ফ্ল্যাটের দাম বাড়ছে। সব ধরনের নাগরিকের মাথা গোঁজার স্বপ্ন ফিকে হয়ে আসছে।

বেনাপোল দিয়ে ৩৩২০ টন চাল আমদানি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
বেনাপোল দিয়ে ৩৩২০ টন চাল আমদানি
ছবি: খবরের কাগজ

দেশের পাইকারি ও খুচরা বাজারে চালের দাম সহনীয় রাখতে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এ ঘোষণার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ দিনে ভারত থেকে তিন হাজার ৩২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের এ তথ্য জানান।

তিনি জানান, মেসার্স মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট, সর্দার এন্টারপ্রাইজ, অর্ক ট্রেডিংসহ আটটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান সাধুরাম আয়াতনিরাত প্রাইভেট লিমিটেড থেকে এসব চাল আমদানি করে।

তিনি আরও জানান, দুই বছর পর গত ১৭ নভেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। এ সময়ে তিন লাখ ৯২ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয় সরকার। সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আমদানি করা ১০৫ টন নন-বাসমতী চালবোঝাই তিনটি ট্রাক বন্দরের ৩১নং ট্রান্সশিফমেন্ট ইয়ার্ডে ঢুকে। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত ৯৭টি ট্রাকে তিন হাজার ৩২০ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে বেসরকারিভাবে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হলেও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সময় স্বল্পতার কারনে চাল আমদানি করতে পারেনি।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার জানান, ২০২২ সালের নভেম্বর থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি।

পরে সরকার চালের শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় গত ১৭ নভেম্বর থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি শুরু হয়। এর আগে সর্বশেষ ২০২৩ সালের তিন মার্চ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

নজরুল ইসলাম/মেহেদী 

ভরিতে কত কমল স্বর্ণের দাম?

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
ভরিতে কত কমল স্বর্ণের দাম?
ছবি: সংগৃহীত

দুই দফায় বাড়ানোর পর দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে এক হাজার ৭৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম এক লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১৪ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন এ দর রবিবার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে ৯ ডিসেম্বর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিলো। পরদিন থেকে নতুন এই দর কার্যকর হয়। এরপর ১১ ডিসেম্বর আরেক দফায় ভরিপ্রতি এক হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা। যা ১২ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

সবশেষ গত শনিবার স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তবে সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার ৫৮৬ টাকায়।

নাবিল/মেহেদী/এমএ/

চট্টগ্রামের রিয়াজুউদ্দিন বাজার আলুর দাম কমলেও চড়া টমেটো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ এএম
আলুর দাম কমলেও চড়া টমেটো
ছবি: খবরের কাগজ

শীতের মৌসুমে দেশে উৎপাদিত নতুন আলুর প্রতি সাধারণ ক্রেতাদের আকর্ষণ থাকে। চট্টগ্রামে চলতি মাসের শুরুতে পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হয় পণ্যটি। তবে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি নতুন আলুতে দাম কমেছে ৩৩ টাকা। পাইকারিতে অধিকাংশ শীতের সবজির দাম কমে এলেও দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা পেঁপে, বরবটি ও টমেটোর কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। 

চট্টগ্রাম মহানগরে রিয়াজুউদ্দিন বাজারে পাইকারি দরে বিক্রি হয় হরেক রকম সবজি। প্রতিদিন ভোরবেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় এই বাজারে ট্রাকে করে আসে সবজি। চলতি মাসের শুরুতে বাজারটিতে প্রতি কেজি দেশি নতুন আলু বিক্রি হয় ৯০ টাকায়। তবে শুক্রবার (১৩ ডিসেম্বর) এ বাজারে পণ্যটি কেজিপ্রতি বিক্রি হয়েছে ৫৭ টাকায়। তবে দেশি পুরোনো আলু আগের ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বাজারটিতে কাঁচা পেঁপের কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, টমেটোর কেজিতে ১০ টাকা বেড়ে ৯০ টাকা ও বরবটির কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

তবে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারটিতে কেজিপ্রতি বেগুনে ১৫ টাকা কমে ২৫ টাকা, শিমের কেজিতে ৮ টাকা কমে ৩০ টাকা, ফুলকপির কেজিতে ৫ টাকা কমে ২০ টাকা, চিচিঙ্গার কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা, শসার কেজিতে ১০ টাকা কমে ৩০ টাকা, ক্ষীরার কেজিতে ৫ টাকা কমে ৩০ টাকা, কাঁকরোলের কেজিতে ৫ টাকা কমে ৫০ টাকা, পটোলের কেজিতে ৫ টাকা কমে ২০ টাকা, চাল কমুড়ার কেজিতে ২ টাকা কমে ১৮ টাকা, মিষ্টিকুমড়ার কেজিতে ২ টাকা কমে ২০ টাকা ও কচুরমুখীর কেজিতে ৫ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতি কেজি লাউ ও মুলা ১৫ টাকা, বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে খুচরা বাজারে প্রতি কেজি নতুন আলু ৬৬ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতি কেজি বেগুন ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, শিম ৭০ টাকা, লাউ ৩৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, মুলা ৩০ টাকা, পেঁপে ৪৫ টাকা ও টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

রিয়াজুউদ্দিন বাজার আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী খবরের কাগজকে বলেন, ‘বাজারে নতুন আলুর সরবরাহ আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি অন্যান্য শীতের সবজির সরবরাহও আগের তুলনায় অনেক বেড়েছে। তাই আমাদের পাইকারি বাজারে সবজির বাজার নিম্নমুখী। আশা করছি সবজির দাম আর বাড়বে না।’ 

নগরের চৌমুহনী এলাকায় কর্ণফুলী মার্কেটে কথা হয় বেসরকারি চাকরিজীবী মো. আমিনুল হকের সঙ্গে। তিনি খবরের কাগজকে বলেন, পুরো শীতের মৌসুমে সবজির দাম যেভাবে কমে আসার কথা সেভাবে কমেনি। ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। মাছ, মাংসের বাজারও চড়া। কাজেই খুচরা বাজারে তদারকি বাড়ানোটা বেশি জরুরি। 

এদিকে বাজারটিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে দেশি মুরগি ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজিতে ১০ টাকা কমে সোনালি মুরগি ৩০০ টাকা ও ডজনপ্রতি লাল ডিমে ৫ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন খবরের কাগজকে বলেন, ‘বর্তমানে বাজার তদারকি ব্যবস্থা নেই বললেই চলে। এ কারণে অসাধু ব্যবসায়ীরা যে যার মতো করে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রি করে আসছেন। একটা পণ্যের দাম কমলে আরেকটা বেড়ে যাচ্ছে। কোনো প্রকার স্থিতিশীলতা নেই। আমরা বারবার বলছি, ভোক্তার স্বার্থে জেলা প্রশাসন, ভোক্তা অধিকারের কর্মকর্তাদের এখন থেকেই বাজার তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলে ক্রেতারা এর দীর্ঘমেয়াদি সুফল পাবেন।’

দাম বাড়ানোর পর মিলছে সয়াবিন তেল

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম
দাম বাড়ানোর পর মিলছে সয়াবিন তেল
সরকার দাম বেঁধে দেওয়ার পর বাজার থেকে উধাও হয়ে যায় ১ কেজি আর ২ কেজির বোতলের সয়াবিন তেল। লিটারে ৮ টাকা দাম বাড়ানোর পর এখন বাজারে পাওয়া যাচ্ছে সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

দাম বাড়ানোর জন্য গত সপ্তাহে বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। সরকার লিটারে ৮ টাকা বাড়ানোর ঘোষণা দিলে বাজার স্বাভাবিক হয়। পাওয়া যাচ্ছে সয়াবিন তেল। নতুন ধান ও আলু উঠলেও কমেনি দাম। গতকালও খুচরা পর্যায়ে পুরোনো আলু কেজি ৭৫ টাকা ও নতুন আলু ৭০ টাকা কেজি বিক্রি হয়। চালের দামও সেই পথে। এখনো সরকার নির্ধারিত দরে মিলছে না ডিম, মুরগি। তবে চিনির দাম কমেছে। কেজি ১২৫ টাকা। আগের চেয়ে সবজিতেও কিছুটা স্বস্তি এসেছে। কাঁচা মরিচের কেজি ১০০-৮০ টাকায় নেমেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

দাম বাড়ানোর পরও শর্ত দিয়ে তেল বিক্রি
গত সপ্তাহে সরকার নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন তেল পাওয়াটা যেন সোনার হরিণ ছিল। সরকার ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা ও ৫ লিটার ৮১৮ টাকা নির্ধারণ করেছিল। মিলমালিকরা দাম বাড়ানোর জন্য সরবরাহ বন্ধ করে দেন খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে। সার্বিক দিক বিবেচনা করে গত সোমবার সরকার লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করে খুচরা পর্যায়ে বিক্রির ঘোষণা দেয়। এরপর থেকেই অধিকাংশ দোকানে মিলছে সয়াবিন তেল। তবে কোনো কোনো কোম্পানি শর্ত দিয়ে তেল বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তা আমলে নিয়ে জাতীয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তর কারওয়ান বাজারের টিকে গ্রুপের ডিলার মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজকে জরিমানা করে। এ ব্যাপারে মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু বকর সিদ্দিক খবরের কাগজকে বলেন, ‘আমি পুষ্টির সয়াবিন তেল, আটা, চাল, সরিষার তেলসহ ১০টি পণ্য বিক্রি করি। খুচরা বিক্রেতা এসব ভোক্তাদের কাছে বিক্রি করার জন্য কেনেন। তাই নিতে বলি। কিন্তু চাল, আটা ছাড়া তেল বিক্রি করি না। এটা বাজে অভিযোগ। কেউ এমন অভিযোগ করায় ভোক্তা অধিদপ্তর আমাকে গতকাল জরিমানা করেছে।’ 

মোহাম্মদপুরের টাউন হল বাজার, কৃষি মার্কেটসহ অন্য বাজারেও দেখা গেছে দাম বাড়ানোর পর আগের মতো সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। এসব বাজারের খুচরা বিক্রেতারা বলেন, আগের মতোই ছোলার কেজি ১৪০-১৬০ টাকা, মুগডাল ১৮০ টাকা কেজি, মসুরডাল ১১০-১৩৫ টাকা, ২ কেজির প্যাকেট আটা ১০০-১৩০ টাকা, খোলা আটার কেজি ৪০ টাকা। তবে চিনির দাম কমেছে। আগের সপ্তাহে ১৩০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল বিভিন্ন বাজারে ১২৫ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। 

বাড়তি চালের দাম
বোরো ধান উঠার পরও কমেনি চালের দাম। অন্তর্বর্তী সরকার চালের দাম কমাতে গত ৩১ অক্টোবর চাল আমদানিতে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করেছে। কিন্তু খুচরা বিক্রেতারা বলছেন, ভারতের চালের দাম বেশি। তাই আমদানি করা হচ্ছে না। তাই বিভিন্ন বাজারে আগের মতোই বেশি দামে চাল বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে কারওয়ান বাজারের রতন রাইস স্টোরের রতন মিয়া, হাজি এন্টারপ্রাইজের হাজি মো. মাঈনুদ্দিনসহ অন্য চাল বিক্রেতারা বলেন, ‘সরকার শুল্ক কমালেও বাইরের চাল দেশে আসে না। আবার নতুন ধান উঠলেও তা বাজারে আসেনি। কারণ আমন ধানের চাল মোটা। বাজারে চাহিদা কম। এ জন্য কম বিক্রি হয়। চিকন চালের চাহিদা বেশি হওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বর্তমানে মিনিকেটের কেজি ৭২-৭৬ টাকা, আটাশ চাল ৬০-৬২ টাকা ও মোটা চাল ৫০-৫২ টাকায় বিক্রি হচ্ছে। তবে ৫০ কেজির বস্তা কিনলে দাম একটু কম। 

কমের দিকে সবজি 
শীতের ভরা মৌসুম শুরু হওয়ায় অধিকাংশ সবজি বাজারে উঠেছে। সবজি বিক্রেতারা বলেন, প্রতি সপ্তাহেই বেগুন, টমেটো, শিমসহ অধিকাংশ সবজির দাম কমছে। বেগুন ও শিমের কেজি ৬০-৯০ টাকায় নেমেছে। টমেটোর দামও কমে ১২০-১৪০ টাকায় নেমেছে। কাঁচা মরিচের কেজি ৮০-১০০ টাকা। বরবটি, কচুর লতির কেজি ৭০-৮০ টাকা কেজি। ঝিঙ্গা, কচুরমুখি ৭০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, ধুন্দুল ৬০-৭০ টাকা, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, শসা ৬০-৭০ টাকা। ফুলকপি, বাঁধাকপি, লাউ, চালকুমড়ার পিসও ৪০-৬০ টাকার ঘরে। পুঁইশাক ও লাউ ডগার আঁটি ৩০ টাকা, লাল, পালং, কলমি ও পাটশাক ১০ টাকায় নেমেছে। 

নতুন আলু উঠলেও পুরোনোটা বেশি দামে বিক্রি
গত সপ্তাহে নতুন আলু ১১০-১২০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল ৭০ টাকায় নেমেছে। তবে এখনো চড়া দামে পুরোনো আলু ৭৫-৮০ টাকা কেজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। অথচ আলুর দাম কমাতে সরকার শুল্ক অর্ধেক কমিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। একই সঙ্গে আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে, তা সম্পূর্ণ প্রত্যাহার করে। তারপরও কমছে না দাম। 

তবে আমদানি বাড়তে থাকায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভারতের পেঁয়াজ ৯০ টাকায় নেমেছে। তবে দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। আগের সপ্তাহের মতোই বিদেশি রসুন ২৪০ টাকা ও দেশি রসুন ২৬০ টাকা, দেশি আদার কেজি ১৬০ টাকা ও চায়না আদা ২৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। 

কমেনি মাংস ও মাছের দাম 
সরকার ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা ও সোনালি মুরগির কেজি ২৭০ টাকা বেঁধে দিলেও গতকাল আগের মতো ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগি ৩০০-৩১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। গরুর মাংসের কেজিও আগের মতো ৭০০-৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা। ডিমের দাম ১৪২ টাকা বেঁধে দিলেও ১৪০-১৫০ টাকার কমে মেলে না বাজারে। এদিকে নদী খাল-বিলের পানি কমলেও অন্যান্য পণ্যের মতো মাছের দামও কমছে না। আগের মতোই রুই-কাতলার কেজি ৩৫০-৬০০ টাকা। চিংড়ি ৬০০-১২০০ টাকা, কাজলি ১০০০ টাকা, মলা ৫০০ টাকা, ট্যাংরা ৫০০-৮০০ টাকা, তেলাপিয়া ও পাঙাশের কেজি ২০০-২৫০ টাকা, চিংড়ি ৭০০-১০০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ইউক্রেন থেকে ৫২ হাজার ৫০০ টন গম আমদানি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম
ইউক্রেন থেকে ৫২ হাজার ৫০০ টন গম আমদানি
এমভি এনজয় প্রসপারিটি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম চট্টগ্রামে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়ায় পৌঁছেছে এমভি এনজয় প্রসপারিটি নামে একটি জাহাজ।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে আমদানি করা গমের নমুনা  পরীক্ষা শেষে খালাসের কাজ শুরু হবে। এছাড়া চট্টগ্রামে বন্দরে ৩১ হাজার ৫০০ টন গম খালাস হবে এবং ২১ হাজার টন যাবে মোংলা বন্দরে।

মেহেদী 

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });