পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২৬ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৫তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত সময়ে সামির সেকান্দার সিকিউরিটিজ আইন ভঙ্গ করে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কারসাজি করায় তাকে ৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই প্রতিষ্ঠানের শেয়ার কারসাজি করায় মাহির সেকেন্দারকে ১০ লাখ টাকা, আবু সাদাত মোহাম্মদ সাঈমকে ৪ কোটি ৯০ লাখ টাকা এবং তাজবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মুভিন মোল্লাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ২০১০ সালের ১৪ জুলাই বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কেনার জন্য ক্রয় আদেশ না দিয়ে সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার কেনায় কোম্পানিটিকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২১ সালের ২১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কারসাজি করায় সামির সেকান্দার ও মাহির সেকান্দারকে যথাক্রমে ২৩ কোটি ২৫ লাখ এবং ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আফ্রা চৌধুরী ও আনিকা ফারহিনকে যথাক্রমে ৩৫ লাখ টাকা ও ৭ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২১ সালের ২১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে আবু সাদাত মোহাম্মদ সাইমকে ১৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ, নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়ে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে রাশিনা করিমকে ৬ কোটি টাকা, সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ টাকা, নূরুন্নাহার করিমকে ১০ লাখ টাকা, মোহাম্মদ ইবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইপিএফ-কে ১ কোটি ৪৫ লাখ টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইজিএফ-কে ১ কোটি টাকা এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিকন মেডিকেল লিমিটেডকে ৫ কোটি ৫০ লাখ এবং এখলাসুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে জরিমানা করেছে বিএসইসি। এ ছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও শাইনপুকুর সিরামিকের গত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদনে স্পেশাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।