
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জেড এন কনসালট্যান্টসের প্রধান পরামর্শক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেয়।
পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসির পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ।
ডিএসইর পরিচালনা পর্ষদের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এ পরিচালনা পর্ষদ সবাইকে সঙ্গে নিয়ে শেয়ারবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।
স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। ড. নাহিদ হোসেন পদত্যাগের ফলে শূন্য হওয়া একটি পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেওয়া হয়।
সৈয়দা জাকেরিন বখত নাসির ৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএইচআরএম) প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং বর্তমানে জেড এন কনসালটেন্টের প্রধান পরামর্শক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিংয়ে বিকম (অনার্স) এবং ফিন্যান্সে এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য।