
পোশাকশিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে বিজিএমইএর অভ্যন্তরীণ সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচনকেন্দ্রিক জোট বিজিএমইএ ফোরামের প্যানেল লিডার রাইজিং গ্রুপের কর্ণধার মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, দেশের পোশাক খাতের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
সম্প্রতি চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে ‘পোশাকশিল্পের সমসাময়িক অবস্থা বিবেচনায় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আমরা দুর্নীতি করি না, অন্যকে দুর্নীতি করতে দেব না। আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন। যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। এই বিজিএমইএর অভ্যন্তরীণ সংস্কার অবশ্যই করতে হবে। আমরা চাই সঠিক জায়গায় সঠিক নেতৃত্ব আসুক, তাহলে পোশাকশিল্প এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। আমরা পোশাকশিল্পের অগ্রগতিতে কাজ করব। একতা, দক্ষতা ও সততার সঙ্গে যুক্তিসঙ্গতভাবে কাজ করব।
এর আগে মাহমুদ হাসান খান বাবুকে পরিচয় করিয়ে দেন ফোরাম সভাপতি এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ সালাম। ফোরাম চট্টগ্রামের সহসভাপতি খন্দকার বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফোরাম চট্টগ্রামের সভাপতি কেডিএস গ্রুপ চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান, ফোরাম বাংলাদেশের সাবেক প্যানেল লিডার ফয়সাল সামাদ, বর্তমান সাধারণ সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী, ইনামুল হক খান বাবলু, ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ফোরাম চট্টগ্রামের সাবেক প্যানেল লিডার সেলিম রহমান, দেশ গার্মেন্টসের এমডি ভিদিয়া অমৃত খান, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় পোশাকশিল্পের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পোশাকশিল্প মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানে ফোরাম সবসময় মালিকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন নেতারা।
সভায় দুই শতাধিক পোশাকশিল্প মালিক অংশ নেন। উপস্থিত ছিলেন ফোরাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান রানা, মোহাম্মদ ফেরদৌস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিক, চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিক চৌধুরী বাবলু, ট্রেজারার সাইফুল্লাহ মনসুর, সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ চৌধুরী, মির্জা আকবর খোকন, সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ওয়াইজ, মোরশেদ কাদের, ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, আরশাদুর রহমান, বশির উদ্দিন আহমদ ও এম এ সিদ্দিক চৌধুরী।