
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। তার পরও উত্থানে ফিরতে পারেনি প্রধান সূচক ডিএসইএক্স। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এতে এ বাজারটিতে মূল্যসূচকের পতন হয়েছে। তবে এ বাজারেও লেনদেনের পরিমাণ বেড়েছে।
গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বাড়ে। অন্যদিকে একটির দাম কমে এবং তিনটির দাম অপরিবর্তিত থাকে। মঙ্গলবারের ধারাবাহিকতায় গতকাল দাম বেড়েছে বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের। ২৪টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে চারটির এবং আটটির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম বাড়ার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড দাপট দেখালেও অন্য খাতের কোম্পানিগুলো বিপরীত পথে হেঁটেছে। ‘জেড’ গ্রুপের ৯৫টি কোম্পানির মধ্যে ৩৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৬টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি ‘এ’ গ্রুপের ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১১৭টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ গ্রুপের ৩৯টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। আর কমেছে ৩৩টি এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৬টির। আর ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সব কটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫১ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩১ কোটি ৩৩ লাখ টাকা।
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১২ লাখ টাকার। ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফু-ওয়াং ফুড, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইভিন্স টেক্সটাইল এবং ওরিয়ন ইনফিউশন।
সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩ কোটি ৮৩ লাখ টাকা।