
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানে নতুন জামা-জুতা। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলছে জমজমাট বিকিকিনি। রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলের মানুষ বেশির ভাগই ডেবিট বা ক্রেডিট কার্ডে বেশি লেনদেন করছে। এতে একদিকে গ্রাহক ঝুঁকিবিহীনভাবে লেনদেন করতে পারছে। আর অন্যদিকে ব্যাংকগুলোর গ্রাহকের জীবনযাত্রাকে সহজ করতে এবং কার্ডের ব্যবহারে আগ্রহী করে তুলতে বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে। ডেবিট-ক্রেডিট কার্ডের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে অর্থাৎ বিকাশ, রকেট বা নগদে লেনদেন করলেও ছাড় দিচ্ছে। সব মিলিয়ে অনলাইনে লেনদেন করলেই ছাড়ের ছড়াছড়ি।
ঈদের কেনাকাটাকে উৎসাহিত এবং নিরাপদ করতে ডেবিড-ক্রেডিট কার্ডে ব্যাংকগুলো দিচ্ছে আকর্ষণীয় সব অফার। শপিংয়ের বিল কার্ডে পরিশোধ করলেই মিলবে গিফটসহ নগদ মূল্যছাড়। দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট ব্র্যান্ডের শোরুমে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়ের সুবিধা দিচ্ছে। অনলাইনে কেনাবেচা ও মোবাইল ব্যাংকিংয়ে বিল পরিশোধে মিলছে নগদ মূল্যছাড়।
খাত সংশ্লিষ্টরা জানান, দেশে কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পণ্য পেতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুমে ও পণ্য কেনাকাটায় দিয়েছে নির্দিষ্ট অঙ্কের বিশেষ ছাড়। পাশাপাশি ইফতারে মূল্য ছাড়ের সঙ্গে রয়েছে একটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন ‘ঈদ অফার’। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়ায়ও ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জানুয়ারি মাসে ডেভিড এবং ক্রেডিট কার্ডে ৪৩ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এ থেকে অনুমান করা যায় দেশে কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পাওয়ার সহযোগিতা করছে ব্যাংকগুলো। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়ায়ও ছাড়ের ব্যবস্থা রয়েছে। রমজানে ইফতারেও দেওয়া হচ্ছে বিশেষ অফার।
ঈদ উপলক্ষে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড়, জুতাসহ সব ধরনের কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য নানা অফার নিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইফতার, সাহরি ও ঈদ কেনাকাটায় কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে। প্রায় ২০০০ পার্টনার মার্চেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ব্যাংকটি। আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়াও ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। ইউএস-বাংলা, এয়ার আস্থাসহ বিভিন্ন বিমান টিকিটেও আছে বিশেষ মূল্য ছাড়।
পুরো রমজানজুড়ে ঈদের দিন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১২০০টিরও বেশি আউটলেটে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া গ্রাহকরা যাতে রমজানে পূর্ণ সুবিধা নিতে পারেন, সেজন্য ব্র্যাক ব্যাংক রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক্স এবং ই-কমার্স ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার দিচ্ছে। বিলাসবহুল ইফতার বুফে থেকে শুরু করে কেনাকাটা, বিমান টিকিট, ক্যাশব্যাক অফারসহ আরও অনেক কিছু গ্রাহকদের জন্য সহজলভ্য করা হয়েছে। পাশাপাশি এক্সক্লুসিভ ডাইনিংয়ে ব্যাংকটির ক্রেডিট এবং ডেবিট কার্ডধারীরা দেশের প্রিমিয়াম পাঁচ তারকা হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি ইফতার ও সাহরি উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহীয়ুল ইসলাম বলেন, ‘প্রতিবারের মতো এবারও ব্র্যাক ব্যাংক রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে, যেখানে গ্রাহকদের নানা ধরনের সুবিধা ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এ অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সঙ্গে তাদের দৈনন্দিন খরচে সহায়তা পাবেন।
ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ঈদ কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পাঁচ তারকা ওয়েস্টিন, শেরাটনসহ নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। এ ছাড়া আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। পাশাপাশি ব্যাংক এশিয়া মাস্টারকার্ডে (ডেবিট ও ক্রেডিট) গ্রোসারি শপিংয়ে দিচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ইলেকট্রনিক্স ভাউচার।
ডাচ্-বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য পাঁচ তারকা বিলাসবহুল হোটেলে রমজান মাসজুড়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার দিয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড, ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে অফার উপভোগ করার সুযোগ রয়েছে। এ ছাড়া নেক্সাস মাস্টারকার্ড, নেক্সাস ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ও ভিসা সিগনেচার কার্ডে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানে ঈদ কেনাকাটায় রয়েছে বিশেষ মূল্য ছাড়। নেক্সাস-পে ও রকেট অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সুপারশপ স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাবসহ বাটা, এপেক্স, লোটো ও বে-অ্যাম্পোরিয়ামে এ অফার পাওয়া যাচ্ছে। এ ছাড়া সেইলর, লা রিভ, ফিট এলিগেন্স, ইনিফিনিটি, সারাসহ বেশ কিছু লাইফস্টাইল ব্র্যান্ডেও একই সুবিধা পাচ্ছেন গ্রাহক।
রমজানে কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির ৪০টিরও বেশি লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত শোরুমে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। আড়ং এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডের গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু সুবিধাসহ বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাংকটি কার্ডধারীদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।
এই প্রসঙ্গে ইস্টার্ন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মুয়ীদ হাসনাত বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে ইস্টার্ন ব্যাংক কার্ডে লেনদেনের ওপর বিশেষ ছাড় দিচ্ছে। মূলত গ্রাহকরা যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে সেই বিষয়টিকে লক্ষ্য রেখেই এই ছাড় দিচ্ছে।
প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ডধারীদের জন্য কেনাকাটায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। লাইফস্টাইলে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপহার। এ ছাড়া রমজান উপলক্ষে ইফতার এবং সাহরির জন্য শীর্ষস্থানীয় রেস্তোরাঁগুলোতে এক্সক্লুসিভ ডাইনিং অফারের পাশাপাশি রয়েছে বাই-ওয়ান-গেট-ওয়ান/টু/থ্রী সুবিধা। এ ছারাও গ্রোসারি এবং রিটেইল দোকানগুলোতে রয়েছে বিশেষ মূল্যছাড় এবং ক্যাশব্যাক।
প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল খবরের কাগজকে বলেন, এই বিশেষ সময়ে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে আমরা বিভিন্ন খাতে বিশেষ মূল্যছাড় এবং ক্যাশব্যাক প্রদান করছি। আমাদের কার্ডহোল্ডারা যাতে ঈদের এই আনন্দঘন মুহূর্ত তাদের পরিবারের সঙ্গে উদযাপন করতে পারে তাই প্রধান টিকিটিং প্ল্যাটফর্মগুলোতে রয়েছে প্রাইম ব্যাংক কার্ডে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার।
ইসলামী ব্যাংক তাদের ভিসা, ডেবিট ও খিদমাহ কার্ড দিয়ে কেনাকাটায় ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার দিচ্ছে। শরিয়াহ ধারার ব্যাংকটি তাদের কার্ডে ভাইব্রেন্ট, সারা, জারা, নয়ের, ইনফিনিটি, আর্টিসানসহ ৪০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুমে ঈদের কেনাকাটায় ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ার গেট ওয়ানসহ বিভিন্ন ছাড় দিচ্ছে। এ ছাড়া ব্যাংকটি কার্ড গ্রাহকদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।
এনআরবিসি ব্যাংকের কার্ডেও হোটেল শেরাটন, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন, লে মেরিডিয়ানসহ সব পাঁচ তারকা হোটেলে ইফতারসহ ডিনার ও সাহরিতে থাকছে একটি কিনলে তিনটি পর্যন্ত ফ্রি বুফেসহ আরও এক্সক্লুসিভ সব অফার। এ ছাড়াও ঈদের কেনাকাটায় আড়ংয়ের সব আউটলেটে এনআরবিসির সব কার্ডধারী পাবেন ১০ শতাংশ বিশেষ ক্যাশব্যাক।