ঢাকা ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০২ জুন ২০২৫
English

খাতুনগঞ্জে এবার গমের বাজার ঊর্ধ্বমুখী

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১০:১৯ এএম
খাতুনগঞ্জে এবার গমের বাজার ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে দাম কমতির দিকে থাকলেও চট্টগ্রামে পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গম। ছবিটি চট্টগ্রাম মহানগরের খাতুনগঞ্জ সংলগ্ন বকশিরহাট এলাকা থেকে তোলা। ছবি তুলেছেন- মোহাম্মদ হানিফ।

ভোজ্যতেল, পেঁয়াজের পর খাতুনগঞ্জে এবার ঊর্ধ্বমুখী গমের বাজার। ৩ মাসের ব্যবধানে প্রতিমণ গমে বেড়েছে ১১০ টাকা। সে হিসাবে কেজিপ্রতি দাম বেড়েছে ৩ টাকা।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় খাতুনগঞ্জে কমে এসেছিল গমের দাম। ওই সময় প্রতিকেজি গম বিক্রি হয়েছিল ৩১ টাকায়। বর্তমানে আবারও দাম বেড়ে প্রতিকেজি গম ৩৪ টাকায় বিক্রি হচ্ছে। তিন মাস আগে প্রতিমণ গম এক হাজার ২৯০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকায়।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হাতেগোনা কয়েকজন ব্যবসায়ী গম আমদানি করেন। তাদের কাছ থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই পাইকারি বাজারে এর প্রভাব পড়ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ আসে। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্দরে আরও দুটি জাহাজে গমের চালান আসে। গত ৫ ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে আসে ৫০ হাজার ২০০ টন গম। এর পর গত ১৩ ফেব্রুয়ারি একই দেশ থেকে আরও ৫২ হাজার টন গম আমদানি করা হয়। 

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, ২০২২ সালের নভেম্বরে প্রতি টন গমের বুকিং রেট ছিল ৪২২ ডলার। ওই বছরের ডিসেম্বরে এ রেট ছিল ৩৮৬ ডলার। ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম বিক্রি হয় ৩৪৫ ডলারে। ওই বছরের ফেব্রুয়ারিতে প্রতি টন গমের বুকিং রেট পড়ে ৩৯৪ ডলার। এর পর ২০২৩ সালের মার্চে প্রতি টন গম বিক্রি হয় ৩৬৯ ডলারে। ওই বছরের এপ্রিলে প্রতি টন গমের বুকিং রেট ছিল ৩৭৮ ডলার। 

এদিকে ২০২৪ সালের জানুয়ারিতে প্রতি টন গম কিনতে আমদানিকারকের খরচ পড়ে ২৮৩ ডলার। ফেব্রুয়ারিতে দাম কমে হয় ২৭৮ ডলার এবং মার্চে হয় ২৭৪ ডলার। ওই বছরের ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি টন গমের বুকিং রেট পড়ে ২৬০ থেকে ২৬২ ডলার।

অপরদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি টন গমের বুকিং রেট ছিল ২৪৩ ডলার। বর্তমানে বুকিং রেট চলছে ২২৭ ডলার। জানা গেছে, বিশ্বে গম উৎপাদনে শীর্ষে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু দেশ দুটিতে যুদ্ধ বাধার পর বিশ্ববাজারে গমের দাম রেকর্ড বেড়ে যায়। পরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পদক্ষেপে রাশিয়া-ইউক্রেনের সমঝোতার কারণে গমের বুকিং রেট কমে আসে। 

দেশের পাইকারি বাজারে গমের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে আটা-ময়দার খুচরা বাজারে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি খোলা আটা ২ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু দোকানে ৪২ টাকা চাইতে দেখা গেছে। প্রতিকেজি প্যাকেট আটায় ৫ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি প্যাকেট ময়দা ৫ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের এক গম ব্যবসায়ী বলেন- রাশিয়া, ইউক্রেন ও আর্জেন্টিনা থেকে গম আমদানি করা হয়। বর্তমানে বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী। তাই দেশের বাজারেও দাম কম হওয়ার কথা। কিন্তু চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ অন্য ভোগ্যপণ্যের বাজার যেভাবে তদারকি করা হয়, সেভাবে গমের বাজার তদারকি করা হয় না। তাই আমাদের দেশে দাম বেশি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘খাতুনগঞ্জে এলাচ, ভোজ্যতেল, পেঁয়াজ, গমসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। আশা করছি, সরবরাহ বাড়লে দাম কমে আসবে।’ 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী। তা হলে আমাদের দেশে গমের দাম কমার কথা। বাজার তদারকির ব্যবস্থা জোরদার নেই বলে এমনটা হচ্ছে। সামনে কোরবানির ঈদ। এটিকে পুঁজি করে যেন কেউ কারসাজি করতে না পারে সে জন্য নিয়মিত বাজার তদারকি করতে হবে।’

মেট্রোরেলে বরাদ্দ বেড়ে প্রায় দ্বিগুণ

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:১৪ পিএম
মেট্রোরেলে বরাদ্দ বেড়ে প্রায় দ্বিগুণ
খবরের কাগজ গ্রাফিকস

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ ও পরিচালনায় বরাদ্দ করা হয়েছে ১১ হাজার ৪৬৯ কোটি টাকা। 

২০২৪-২৫ অর্থবছরে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জন্য ৬ হাজার ৬০৫ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে সংশোধিত হয়ে এ বাজেটে পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৬৭২ কোটি ২৬ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে, মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্পের জন্য ১ হাজার ৩৪৭ কোটি টাকা; এমআরটি-১ প্রকল্পের জন্য ৮ হাজার ৬৩১ কোটি টাকা; এমআরটি-নর্দার্ন ৫ প্রকল্পের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

জয়ন্ত/মেহেদী/

প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে নির্বাচন কমিশন পাচ্ছে ২৯৫৬ কোটি টাকা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে নির্বাচন কমিশন পাচ্ছে ২৯৫৬ কোটি টাকা
খবরের কাগজ গ্রাফিকস

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য অন্তর্বর্তী সরকারের বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ অন্যান্য খাতের জন্য সংস্থাটির জন্য এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নির্বাচনি অর্থবছরে ইসির জন্য প্রস্তাবিত মোট অর্থের সরকার পরিচালনা খাতের জন্য ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা, আর উন্নয়ন খাতে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরে ইসি সচিবালয়ের জন্য এ বরাদ্দের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, দেশের চলমান প্রেক্ষাপটে এবার নির্বাচনি ব্যবস্থার সংস্কার বাজেটকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য সরকারের বাজেট ছিল ১ হাজার ২৩০ কোটি (২২৯ কোটি ৮৩ লাখ) টাকা। এর মধ্যে পরিচালনা খাতে ৭৯৩ কোটি টাকা ও উন্নয়ন খাতে ৪৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত অর্থে নির্বাচন কমিশনের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, দুটি সিটি করপোরেশন নির্বাচন, ৪টি পৌরসভা, ১০টি উপজেলা, ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, ডেটাবেইজ ও ডেটা সেন্টার রক্ষণাবেক্ষণ; রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, স্থানীয় সরকার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন পরিচালনা; জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম; পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ এবং সেবা দেওয়া, নতুন নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ, এনআইডি সিস্টেমের অডিট ও ডকুমেন্টেশন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধনকরণ ও  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ, নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন, আন্তর্জাতিক সভা-সেমিনার-ওয়ার্কশপের আয়োজনসহ ইসি সচিবালয়ের নানা কার্যক্রম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। এর মধ্যে শুধু জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির চাহিদা ছিল প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচনের জন্য ইসি কাঙ্ক্ষিত বরাদ্দ ছিল ৩ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় নির্বাচনি ব্যবস্থার সংস্কার নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এবারের প্রস্তাবিত বাজেটে নির্বাচনি ব্যবস্থার সংস্কার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। এজন্য নির্বাচনি ব্যবস্থার সংস্কারকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনি ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা, ও আদেশ সংশোধন ও সংস্কারের কার্যক্রম নেওয়া হয়েছে।'

এলিস/মেহেদী/

সেতু বিভাগের বাজেট কমছে ১২৯৬ কোটি টাকা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:২৭ পিএম
সেতু বিভাগের বাজেট কমছে ১২৯৬ কোটি টাকা
খবরের কাগজ গ্রাফিকস

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বাজেট বাড়ানোর প্রস্তাবনা করা হলেও সেতু বিভাগের বাজেট বরাদ্দ কমানো হচ্ছে এ অর্থবছরে। বাজেট প্রস্তাবনায় এ বিভাগে ১২৯৬ কোটি টাকা বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

নতুন অর্থবছরে সেতু বিভাগে ৬ হাজার ২২ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছে। গত অর্থবছরে এ বিভাগের জন্য ৭৩১৮ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছিল। 

বাজেট প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা গেছে, মূল বাজেটের শূন্য দশমিক ৭৬ শতাংশ টাকা এ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে। 

নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় সেতু বিভাগে পরিচালন ব্যয় ১০ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১২ কোটি টাকা। গত অর্থ বছরে উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৭ হাজার ৩০৯ কোটি টাকা। 

জয়ন্ত/মেহেদী/

সড়ক পরিবহন-মহাসড়ক বিভাগে বাজেট বাড়ছে ৩৫৩ কোটি টাকা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:১২ পিএম
সড়ক পরিবহন-মহাসড়ক বিভাগে বাজেট বাড়ছে ৩৫৩ কোটি টাকা
খবরের কাগজ গ্রাফিকস

নতুন অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বিগত ২০২৪-২৫ অর্থবছরে যোগাযোগ খাতের এ বিভাগে ৩৮ হাজার ১৪৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছিল, সংশোধিত বাজেটে যার পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৫৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের জন্য এ বিভাগের জন্য ২৪ হাজার ২১৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছিল। 

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন।

নতুন অর্থবছরের বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

বাজেট বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে, প্রস্তাবিত বাজেটের ৪ দশমিক ৮৭ শতাংশ অর্থ সড়ক ও মহাসড়ক বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাবনা করা হয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৬৬ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৩৩০ কোটি টাকা।  

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, সরকার টেকসই, নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্রতিশ্রুতি হিসেবে বিদ্যমান ‘রোড মাস্টার প্ল্যান ২০০৯’ হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় খসড়া ‘হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০’ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

তিনি বলেন, সরকার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে একাধিক আইন, বিধিমালা ও নীতিমালার সংশোধন এবং হালনাগাদের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিআরটিএ কর্তৃক মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নে মনিটরিং করা হচ্ছে। 

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। 

ঢাকার পরিবহন ব্যবস্থায় ৪০০টি ইলেকট্রিক বাস যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পুনর্গঠনের লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন-২০১২ সংশোধনপূর্বক বাংলাদেশ নগর পরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


জয়ন্ত/মেহেদী/

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে বরাদ্দ অর্ধেকে নামল

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:৫০ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে বরাদ্দ অর্ধেকে নামল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় অর্ধেক।

সোমবার (২ জুন) পেশ করার বাজেট বিশ্লেষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের এ খাতে সংশোধিত বাজেটে ৪ হাজার ৮৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এ বরাদ্দ ছিলো ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে যা ২ হাজার ৪২৩ কোটি কম।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

তিথি/অমিয়/